ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিরোপার লক্ষ্যে বিপিএল খেলবে খুলনা টাইটান্স

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ অক্টোবর ২০১৬

শিরোপার লক্ষ্যে বিপিএল খেলবে খুলনা টাইটান্স

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসরে খেলতে নামবে খুলনা বিভাগ। খুলনা টাইটান্স নামের খুলনা বিভাগের এই দলটি বিপিএলে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলবে। দলের কর্মকর্তারা এমনটাই আশা প্রকাশ করে খুলনা টাইটান্সের সাফল্যের জন্য খুলনা বিভাগের ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী দর্শক, গণমাধ্যমকর্মীসহ সকলের জোরাল সমর্থন কামনা করেছেন। খুলনার একটি অভিজাত হোটেলে মতবিনিময়কালে খুলনা টাইটান্স ও জেমকন গ্রুপের পরিচালক কাজী এনাম আহমেদ বলেন, আগামী ৪ নবেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে। খুলনা বিভাগের হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে খুলনা টাইটান্স। বিপিএলের নিলাম প্রক্রিয়ায় কিছুটা ত্রুটি থাকার জন্য খুলনা টাইটান্স এই বিভাগের সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করতে পারেনি। তবে দেশের ও বিদেশের আন্তর্জাতিক মানের কোচ ও ক্রিকেট পরামর্শক নিয়োগ দিয়ে ইতোমধ্যেই দলের খেলোয়াড়দের মানোন্নয়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুলনা টাইনান্স শিরোপার দাবিদার হিসেবেই মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করবে। অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজানসহ মিডিয়াকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খুলনা টাইটান্সের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় খুলনার প্রয়াত কৃতী ক্রিকেটার মাঞ্জারুল ইসলাম রানার প্রতি সম্মান জানিয়ে তার মা জামিলা খাতুন ও প্রয়াত ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতুর মা গোলেরা খাতুন পান্নাকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। খুলনা টাইটান্স সূত্র জানিয়েছে, বিপিএল চলাকালে খুলনা টাইটান্সের একাধিক আয়োজন থাকবে। ইতোমধ্যে ‘টাইটান্স ভ্যান’ নামে একটি গাড়ি নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। খুলনার সমর্থকদের নানাভাবে অনুপ্রেরণা দিচ্ছে এই টিম ভ্যান। বিপিএল চলাকালে খুলনার বিভিন্নস্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও করবে খুলনা টাইটান্স। উল্লেখ্য, বিপিএলে খুলনা টাইটান্সের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের কৃতী খেলোয়াড় মাহমুদল্লাহ রিয়াদ। আগামী ৪ নবেম্বর উদ্বোধনী দিনেই মাঠে নামবে খুলনা টাইটান্স। এদিন খুলনা টাইটান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। প্রোটিয়াদের দারুণ প্রস্তুতি স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতিটা দারুণ হয়েছে দক্ষিণ আফ্রিকার। বিশেষ করে নিজেদের ব্যাটিং ভালমতো ঝালাই করে নিয়েছে ফ্যাফ ডুপ্লেসিসের দল। সাউথ অস্ট্রেলিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচই ড্র হয়েছে। কুইন্টন ডি’ককের সেঞ্চুরি (১০৩ বলে ১২২) ও জেপি ডুমিনির প্রায় সেঞ্চুরির (৯৭) ওপর ভর করে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৫ রান করেছিল প্রোটিয়ারা। ওই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকান হাসিম আমলাও (৫১)। বল হাতে ২টি করে উইকেট নেন ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও মরনে মরকেল। আর শুক্রবার শেষ হওয়া সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষেও অতিথিরা ব্যাটিং প্র্যাকটিস সেরে নিয়েছে। সেঞ্চুরি পেয়েছেন ডিন এলগার (১১৭) ও অধিনায়ক ডুপ্লেসিস (১১২ বলে ১০২)। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ফর্মের তুঙ্গে থাকা ডি’কক (৯৯)। বোলিংয়ে ভারতীয় বংশোদ্ভূত স্পিনার কেশভ মাহরেজ নেন ৩ উইকেট। ৩ নবেম্বর পার্থে শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ১২ নভেম্বর হোবার্টে দ্বিতীয় টেস্ট। এ্যাডিলেডে ২৪ নবেম্বর শুরু সিরিজের তৃতীয় ও শেষ দিবা-রাত্রির ম্যাচ। নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ইনজুরিতে পড়ায় সিরিজে দ. আফ্রিকার নেতৃত্বে ডুপ্লেসিস।
×