ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোবেল নিয়ে বব ডিলান যা বললেন

প্রকাশিত: ০৩:৫২, ৩০ অক্টোবর ২০১৬

নোবেল নিয়ে বব ডিলান যা বললেন

সংস্কৃতি ডেস্ক ॥ আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন কাব্যিক মূর্ছনা সৃষ্টির জন্য ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের কিংবদন্তি শিল্পী বব ডিলানকে এবার সাহিত্য পুরস্কারের ঘোষণা দিয়েছে নোবেল কমিটি। এক্ষেত্রে এবার অনেকটাই প্রথার বিপরীতে হেঁটেছে নোবেল কমিটি। যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনা চলছে। সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার পর বব ডিলানের নীরবতায় ছড়িয়েছিল নানা গুঞ্জন। তবে দুই সপ্তাহ পর মৌনতা ভেঙ্গেছেন আমেরিকান এই গায়ক। জানিয়েছেন পুরস্কার গ্রহণ করছেন তিনি। শুক্রবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বব ডিলানের সাড়া পাওয়ার কথা জানায় আন্তর্জাতিক এক গণমাধ্যম। গত ১৩ অক্টোবর পুরস্কার ঘোষণার পর বব ডিলানের কোন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। এমনকি নোবেল কমিটি যোগাযোগের চেষ্টা চালিয়েও তাকে পাচ্ছিল না। এতে নোবেল কমিটির এক সদস্য ডিলানকে ‘অভব্য’ ও ‘দাম্ভিক’ বলে তিরস্কারও করেছিলেন। এতে গুঞ্জন ছড়িয়েছিল যে, সম্ভবত নোবেল পুরস্কারটি গ্রহণ করছেন না বব ডিলান। তবে শুক্রবার ডিলান নিজেই সুইডিশ একাডেমির স্থায়ী সম্পাদক সারা দানিয়ুসকে ফোন করেন বলেন ওই বিবৃতিতে জানানো হয়। দানিয়ুসকে ডিলান বলেন, নোবেল পুরস্কার পাওয়ার খবর আমাকে বাকরুদ্ধ করেছে। আমি এ সম্মান গ্রহণ করছি। পুরস্কার গ্রহণ করতে ডিলান ডিসেম্বরে স্টকহোমে যাবেন বিষয়টি এখন নিশ্চিত।
×