ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গীতাঞ্জলি ললিতকলা একাডেমির যুগপূর্তি উৎসব শুরু হচ্ছে ২৮ অক্টেবর

প্রকাশিত: ২৩:৩৩, ২৬ অক্টোবর ২০১৬

গীতাঞ্জলি ললিতকলা একাডেমির যুগপূর্তি উৎসব শুরু হচ্ছে ২৮ অক্টেবর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির যুগপূর্তি উৎসব শুরু হচ্ছে ২৮ অক্টোবর শুক্রবার। ব্যাপক আয়োজনে উত্তরায় ৬ নম্বর সেক্টরের স্কিটি অডিটরিয়ামে এদিন বিকাল ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে গীতাঞ্জলি সম্মাননা-২০১৬ প্রদানের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। একাডেমির উপদেষ্টা এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবারের গীতাঞ্জলি পদক প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী ও চিত্রশিল্পী রফিকুন নবীর হাতে পদক, সনদপত্র ও আথির্ক মূল্য ২৫ হাজার টাকা তুলে দিবেন অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান ও রূপালী প্রপার্টিজ ডেভেলপমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ খোকা। ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনী মিলনায়তনে আজ বুধবার দুপুরে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য জানানো হয়। একাডেমির উপদেষ্টা এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন একাডেমির পরিচালক মাহবুব আমিন মিঠু। বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুল হক ভূইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ ও একডেমির সহ-সভাপতি হেলেনা আক্তার নাসরিন। সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন নাট্যাভিনেতা ও নির্দেশক প্রবীর দত্ত। এতে জানানো হয়, উদ্বোধনী দিনে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে শিশু-কিশোর চিত্র প্রদর্শনী ‘সকাল বেলার পাখি’। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৯ অক্টোবর বিকেল ৫টায় এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন। বিশেষ অতিথি থাকবেন রূপালী প্রপার্টিজ ডেভেলপমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ খোকা। আলোচনা শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ১৮ নবেম্বর বিকাল ৬টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিল ও রূপালী প্রপার্টিজ ডেভেলপমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ খোকা। সমাপনী আয়োজনের সভাপতিত্ব করবেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনা শেষে মুনীর চৌধুরীর কর্মময় জীবনের উপর লেখা নাটক ‘মুনীর চৌধুরী’ মঞ্চায়ন হবে। এটির রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত।
×