ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গানে আর নৃত্যে চার মহীরুহকে স্মরণ

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ অক্টোবর ২০১৬

গানে আর নৃত্যে চার মহীরুহকে স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে রবিবার সন্ধ্যায় গানে আর নৃত্যের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের চার মহীরুহকে স্মরণ করা হয়। স্মরিত ব্যক্তিরা হলেন প্রয়াত কবি শামসুর রাহমান ও কবি সৈয়দ শামসুল হক, কণ্ঠশিল্পী শচীন দেব বর্মণ ও সুরকার কমলদাস গুপ্ত। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, স্বপ্নকুড়ি ও গীতিসত্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ছিল সাংস্কৃতিক অঙ্গনের এই চার ব্যক্তিত্বকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. তপন বাগচী, কবি বিমল গুহ, মিতালী হোসেন, হাসান মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, আজ যে চার ব্যক্তিত্বকে নিয়ে এই আয়োজন, তারা আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই চার জনের চেতনা ও মননে রয়েছে বিশেষ এক মিল। আলোচনার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের শুরুতে ‘আমাদের দেশটা স্বপ্নপুরি’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়। পরে ‘সূর্যটাকে দেখতে চাই’ গানের সঙ্গে আর একটি দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পীরা। মঞ্চে আসেন স্বপ্নকুড়ির সভাপতি শিল্পী হাসান মাহমুদ। তিনি পর পর দুটি আধুনিক গান পরিবেশন করেন। প্রথমটি ছিল বশির আহমেদের ‘অনেক সাধের ময়না আমার’ ও পরের টি সৈয়দ শামসুল হকের লেখা ‘তোরা দেখরে চাহিয়া’। পরে শিল্পী বর্ণালী সরকার পরিবেশন করেন ‘এই চৈতী সন্ধ্যা যায় বৃথা’ ও ‘জানি বাহিরে আবার’। অনুষ্ঠানে শচীন দেব বর্মণের গান ও কমল দাস গুপ্তের সুরের গান গেয়ে শোনান শিল্পী শাহীন হোসেন, মুরাদ হোসেন বাদল, মিরাজ মেহেদী, সঞ্জয় রায়, মোশাররফ জেরিন মিঠু ও রিপন ম-ল।
×