ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিক্রেতাশূন্য ৫ কোম্পানি

পুঁজিবাজারে লেনদেন ৬শ’ কোটি টাকা ছাড়িয়েছে

প্রকাশিত: ০৫:৪২, ২৫ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন ৬শ’ কোটি টাকা ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সোমবারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবে উভয় বাজারেই দিনটিতে জাঙ্ক বা ছোট মূলধনী কোম্পানির চাহিদা বেশি ছিল। এই দিনে ফার্মা এইড, এপেক্স স্পিনিং, ঝিল বাংলা সুগার, জিকিউ বলপেন, মিরাকল ইন্ডাস্ট্রিজের বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। ছোট মূলধনী কোম্পাানিগুলোর আগামীতে দর আরও বাড়তে পারে এমন আশাবাদে বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ার বিক্রি করতে চাচ্ছেন, তাই কোম্পানিগুলোর দর সর্বোচ্চ সীমায় বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৭ কোটি ৪৯ লাখ টাকা বেশি লেনদেন। রবিবার ডিএসইতে ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, কেডিএস এক্সেসরিজ, আইটিসি, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, গ্রামীণ ফোন ও শাহজিবাজার পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মিরাকল ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, ফার্মা এইড, জিকিউ বলপেন, ইভিন্স টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, স্টাইল ক্রাফট, এটলাস বাংলাদেশ, ডেফোডিল কম্পিউটার ও হাক্কানী পাল্প। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : দুলা মিয়া কটন, বিডি অটোকারস, ফাইন ফুডস, ফরচুন সুজ, সি এ্যান্ড টেক্সটাইল, মডার্ন ডাইং, জনতা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও রহিমা ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, ডরিন পাওয়ার, ইয়াকিন পলিমার, সিঙ্গার বিডি, একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড পাওয়ার, সিভিও পেট্রো কেমিক্যাল ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
×