ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৪২, ২৪ অক্টোবর ২০১৬

‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান নিয়ে রাজধানীর উত্তরা ক্লাবে সম্প্রতি বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীর ছোট ভাই ইমরুল আনোয়ার লিটন আয়োজিত ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’ শীর্ষক এ অনুষ্ঠানে গাজীর গানের গল্প বলতে গিয়ে শ্রোতার অনুরোধে সঙ্গীত পরিবেশন করেন চিত্রনায়ক আলমগীর। গাজীর গানের গল্প করতে গিয়েই দর্শকের অনুরোধে আলমগীরকে গান গাইতে হয়। প্রথমে তিনি গেয়ে শোনান গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘নাগরদোলা’ চলচ্চিত্রের ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’। এর পর পরিবেশন করেন ‘সোনা বউ’ চলচ্চিত্রের ‘আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য’। উপস্থিত দর্শক বার বার করতালির মাধ্যমে আলমগীরকে অভিনন্দন জানান। আলমগীর চিত্রনায়ক হিসেবে সমাদৃত হলেও যে ভাল গান গাইতে পারেন এটা অনেকেরই কম বেশি জানা। চলচ্চিত্রে অভিনয়ে যখন তিনি দারুণ ব্যস্ত সে সময়ে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। যে কারণে বিভিন্ন অনুষ্ঠানে শখের বশে গান গাইতেন তিনি। তবে এবার বহুদিন পর মঞ্চে গান গাইলেন আলমগীর। এ বিবেচনায় তিনি দর্শকদের বিমুখ করলেন না। তার সব শেষ পরিবেশনায় ছিল ‘গোলাপী এখন ট্রেন’ চলচ্চিত্রে ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’ গানটি। গানের শেষে আলমগীর গাজী মাজহারুল আনোয়ারের উদ্দেশ্যে বলেন, দর্শকের অনুরোধে গাজী ভাইকে শ্রদ্ধা জানাতেই মনের সুখে গান গেয়েছি। আমরা এমনই জাতি যারা গাজী ভাইয়ের মতো গুণী ব্যক্তিত্বদের সম্মান জানাতে জানি না। কিন্তু আজ উত্তরা ক্লাবে ইমরুল আনোয়ার লিটন গাজী ভাইয়ের প্রতি যে শ্রদ্ধা, ভালবাসা দেখিয়েছে তা সত্যিই তুলনাহীন। অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান পরিবেশন করেন শিল্পী কনকচাঁপা, বাদশা বুলবুল, দিঠি আনোয়ার ও অপু। অনুষ্ঠানটির শুরুতে উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ।
×