ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে মোবাইলে লেনদেন কমেছে ৪ শতাংশ

প্রকাশিত: ০১:২০, ২২ অক্টোবর ২০১৬

সেপ্টেম্বরে মোবাইলে লেনদেন কমেছে ৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তরে দৈনন্দিন লেনদেনের পরিমাণ কমেছে। চলতি বছরের আগষ্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে লেনেদের পরিমাণ কমেছে ৪ দশমিক ২৯ শতাংশ। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৪৯ কোটি টাকা। যা আগষ্টে ছিল ৬৭৮ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে লেনদেনে পরিমাণ বেড়েছে ৪ দশমিক ২৯ শতাংশ। লেনদেন কিছুটা কমলেও এ পরিস্থিতি স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিস্টরা। জানা গেছে, গড় লেনদেন কিছুটা কমে মাসজুড়ে মোট লেনদেন হয়েছে ১৯ হাজার ৪৭১ কোটি টাকা। যা আগের মাসে ছিল ২০ হাজার ৩৪৩ কোটি টাকা। অর্থাৎ মোট লেনদেনও ৪ দশমিক ২৯ শতাংশ কম হয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রেমিট্যান্স আহরণ, ক্যাশ ইন, ক্যাশ আউট, পিটুটি লেনদেনে, সেবা বিল পরিশোধ কমে গেছে।
×