ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেইমারের শততম ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৫০, ২২ অক্টোবর ২০১৬

নেইমারের শততম ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার জার্সিতে স্প্যানিশ লা লিগায় আজ ১০০তম ম্যাচ খেলছেন নেইমার। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে কাতালান ক্লাবটিতে যোগ দেন নেইমার। এরপর থেকে বার্সার জার্সিতে নিয়মিত আলো ছড়াচ্ছেন এই ব্রাজিলিয়ান। মেসি-সুয়ারেজদের মতো তারকা ফুটবলারদের ভিড়েও দ্বীপ হয়ে জ্বলছেন তিনি। লা লিগায় ৯৯ ম্যাচ খেলেই প্রতিপক্ষের জালে ৫৯ গোল করেছেন নেইমার। বিশ্বফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার লিওনেল মেসি। যে কারণে তিন বছর আগে নেইমার যখন সান্তোস ছেড়ে বার্সিলোনায় যোগ দেন তখন সমালোচকরা কত কথাই না বলেছিলেন। মেসির কারণে নিজেকে মেলে ধরতে পারবেন না তিনি। এরপর যোগ দেন আক্রমণভাগের আরেক তারকা ফুটবলার সুয়ারেজ। যিনি গোলমেশিন নামেই খ্যাত। কিন্তু তারপরও আপন আলোয় ভাস্বর নেইমার। প্রথম মৌসুমে লা লিগায় ২৬ ম্যাচ খেলে ৯ গোল করেন তিনি। সবমিলিয়ে ৪১ গোল। এর পরের মৌসুমে সর্বমোট ৫১ গোল। গত মৌসুমে ৪৯ গোল করেন নেইমার। এ মৌসুমে ইতোমধ্যেই ৯ গোল করে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের শেষ ম্যাচে দেড় শ’ গোলের মাইলফলক স্পর্শ করেন নেইমার। এই মুহূর্তে বিশ্বের সেরা আক্রমণভাগ বার্সিলোনার। গত মৌসুমে বার্সার তিন স্ট্রাইকার মেসি-সুয়ারেজ-নেইমার মিলে প্রতিপক্ষের জালে করেন ১৩৭ গোল। এক বছরে লা লিগায় রেকর্ড ১৮০ গোল করে বার্সা। একদিক দিয়ে মেসিকেও ছাড়িয়ে গেছেন নেইমার। লা লিগায় বার্সার জার্সিতে ৯৯ ম্যাচে নেইমার করেছেন ৫৯ গোল। আজ হয়ত এই সংখ্যাটা আরও বৃদ্ধি করতে পারেন এই ব্রাজিলিয়ান। লিওনেল মেসি লা লিগায় ১০০তম ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে জড়িয়েছিলেন ৪৮ গোল। যদিওবা পরবর্তীতে স্পেনের এবং লা লিগার রেকর্ড ভেঙ্গে নতুন কীর্তি গড়েন এলএম টেন। বার্সিলোনার সাবেক স্প্যানিশ তারকা ডেভিড ভিয়াও লা লিগায় ১০০তম ম্যাচে মেসির সমান ৪৮ গোল করেছিলেন। তবে নতুন কীর্তি গড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শততম ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১১১ গোল করেন তিনি। যা লা লিগার ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড। বার্সারই সাবেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতো করেছিলেন ৩৫ গোল। লিও থেকে এসে রিয়াল মাদ্রিদের হয়ে শততম ম্যাচ খেলে করিম বেনজেমা করেছিলেন ৪৫ গোল। তবে নতুন রেকর্ড গড়ার পথে মেসি-নেইমারেরই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। কেননা লিভারপুলের সাবেক এই তারকা স্ট্রাইকার লা লিগায় মাত্র ৬২ ম্যাচ খেলেই যে ৭০ গোল করে ফেলেছেন! লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও দুর্দান্ত শুরু করেছিল তারা। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে লুইস এনরিকের দল। তবে আবার জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দেয়ার আগে লা লিগাতেও বড় জয় পায় তারা। আজ ভ্যালেন্সিয়ার মাঠ থেকেও তাই জয় নিয়ে ফিরতে চায় পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা বার্সিলোনা। শীর্ষে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য মাঠে নামছে আগামীকাল। সেভিয়ার মুখোমুখি হবে তারা। রবিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ অবশ্য আতিথ্য দেবে এ্যাথলেটিক বিলবাওকে।
×