ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারবারের সোনায় মোড়ানো বছর

প্রকাশিত: ০৬:৪৯, ২২ অক্টোবর ২০১৬

কারবারের সোনায় মোড়ানো বছর

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ একটি বছর উপভোগ করেছেন এ্যাঞ্জেলিক কারবার। প্রথমবারের মতো গ্র্যান্ডসøাম জয়। অলিম্পিকের রৌপ্যপদক। এমনকি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন এই জার্মান তারকা। শুধু তাই নয়, ১৯৭৫ সালে র‌্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে ১২তম খেলোয়াড় হিসেবে মহিলা এককে শীর্ষ থেকে মৌসুম শেষ করতে যাচ্ছেন তিনি। স্টেফি গ্রাফের পর প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে অবিস্মরণীয় এই কীর্তি গড়লেন এ্যাঞ্জেলিক কারবার। অসামান্য এই অর্জনের পর দারুণ রোমাঞ্চিত এ্যাঞ্জেলিক কারবার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে মৌসুম শেষ করাটা আমার জন্য সম্মানের এবং অনেক অর্জনের। সেরা খেলোয়াড় হওয়ার জন্য আমি আমার সবটুকু দিয়েই পরিশ্রম করেছি। চমৎকার এই বছরটা যেন ঠিক সেই প্রচেষ্টারই প্রতিফলন।’ বছর শেষ করার ট্রফিটা পাবেন বিএনপি পরিবাস ডব্লিউটিএ ফাইনালসে। রবিবার থেকেই যা সিঙ্গাপুরে শুরু হবে। এ্যাঞ্জেলিক কারবার শুরুটা করেছিলেন মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে। তাও আবার দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান তিনি। সেই যে শুরু এরপর আর কখনই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি জার্মান তারকাকে। এরপর অসাধারণ পারফর্ম করে উইম্বলডনের ফাইনালেও জায়গা করে নেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে আবারও সেই প্রতিপক্ষ সেরেনা। কিন্তু এবার আর আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তির সঙ্গে পেরে উঠতে পারেননি কারবার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারার প্রতিশোধ নিয়ে কারবারের স্বদেশী স্টেফি গ্রাফের রেকর্ডেও ভাগ বসান সেরেনা। এরপর রিও অলিম্পিকের ফাইনালেরও টিকেট কাটেন কারবার। কিন্তু স্বর্ণপদক জয়ের লড়াইয়ে পুয়ের্তো রিকোর অখ্যাত মনিকা পুইগের কাছে হেরে যান তিনি। যে কারণে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কারবারকে। তবে দমে যাননি এ্যাঞ্জেলিক কারবার। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনে আবারও নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা নিজের শোকেসে তোলেন কারবার। শুধু তাই নয়, সেমিফাইনাল থেকে সেরেনা উইলিয়ামস বিদায় নিলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন কারবার। শীর্ষে উঠেই তা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েছিলেন ২৮ বছরের এই জার্মান তারকা, ‘শীর্ষে ওঠার পর সবাই চাইবে তা দখল করতে। আমিও চাই সেই চ্যালেঞ্জটা নিতে।’ এখন পর্যন্ত সঠিক পথেই রয়েছেন কারবার।
×