ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজারে সরবরাহ বাড়ছে শীতের সবজি

প্রকাশিত: ২৩:৫২, ২১ অক্টোবর ২০১৬

বাজারে সরবরাহ বাড়ছে শীতের সবজি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। দামও কিছুটা নিয়ন্ত্রণে। সবজির আগাম আগমনে বেজায় খুশি ক্রেতারাও। আগামী কয়েক সপ্তাহে এ দাম আরো কমবে বলে ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন। রাজধানীর বেশ কটি বাজার ঘুরে দেখা গেছে, সিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, পুইশাক, লালশাক পালংশাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ছে। এছাড়াও, নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। আর পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকায়। আর রসুনের দাম কেজি প্রতি ৫-১০ টাকা বৃদ্ধি পেয়ে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। শান্তিনগর কাঁচামাল ব্যবসায়ী জানান, শীতকালীন শাক-সবজির বাজারে আসতেছে। এখনো অধিকাংশ সবজির দাম একটু বেশি হলেও দাম আরো কমবে বলেও জানান ব্যবসায়ীরা। মহাখালি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ১০০-১১০ টাকা, বরবটি -৫০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, বেগুন ৪০-৫০, টমেটো ৯০-১০০টাকা, কাকরোল ৪০-৫০ টাকা, পটোল ৩৫-৪৫ টাকা, মুলা ৩০-৪০, করলা ৪৫-৫০ টাকা, কচুর লতি ও কচুমুখি ৪০-৫০, শসা ৫০, পেঁপে ২৫-৩০ টাকা, পুরাতন আলু ২৮-৩০ টাকা, নতুন আলু ১২০-১৩০ টাকা, দরে বিক্রি হচ্ছে। এছাড়া পুইশাকের প্রতি আটি ২০-২৫ টাকা, পালংশাক ১০-১৫ টাকা, লাউশাক ২৫-৩০ টাকা, লালশাক ১০-১২, মুলাশাক ১০-১২, কলমিশাক ১০ টাকা, প্রতি পিস লাউ ৪৫-৫০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা, পাতাকপি ৩০-৩৫ টাকা, কাঁচাকলার হালি ২৫-৩০ টাকা এবং ১০০ গ্রাম ধনে পাতা ২০-২৫ টাকা। বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকা, দেশি রসুন কেজিতে ১০ টাকা বেড়ে ৯০-১০০, একদানা ১২০ টাকা ও চীনা রসুন ১০০-১১০ টাকা, দেশি আদা ১১০-১২০ টাকা এবং চীনা আদা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি মাঝারি রুই ২০০- ৩০০ টাকা, বড় দেশি রুই ৪০০-৫০০, আমদানি করা রুই ৩০০-৪০০ টাকা, তেলাপিয়া ১৫০-২৫০ টাকা, পাঙ্গাস ১২০-১৮০ টাকা, চাষের কৈ ১৮০-২৫০ টাকা, মাঝারি আকারে ইলিশের জোড়া ৮০০-১০০০ টাকা বিক্রি হচ্ছে। এদিকে প্রতিকেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসি ৫০০-৫৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫-১৪০ টাকা, লেয়ার ১৪০-১৫০ টাকা, ফার্মের মুরগির ডিম হালি ৩২ টাকা, দেশি মুরগি ডিম ৪৫ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
×