ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাফুফের বর্তমান কমিটির পদত্যাগ চান চুন্নু

প্রকাশিত: ০৪:৩৭, ১৯ অক্টোবর ২০১৬

বাফুফের বর্তমান কমিটির পদত্যাগ চান চুন্নু

স্পোর্টস রিপোর্টার ॥ ভুটানের কাছে পরাজয়ে দারুণ ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। তারা প্রতিদিনই বাফুফে ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করছে। কিন্তু তাতেও নিজেকে ব্যর্থ মনে করেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জোর গলায় বলেছেন যতই অন্দোলন, সমালোচনা হোক গদি ছাড়বেন না তিনি। বরং তিনি বলেছেন তৃণমূল ফুটবলের প্রতি জোর দেবেন। শীঘ্রই প্রণয়ন করবেন এ সম্পর্কিত রোড ম্যাপ। এ প্রসঙ্গে সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর ভাষ্য, ‘যিনি গত ৯ বছরেও পারেননি, তিনি কিভাবে আগামী তিন বছরে সবকিছু করে ফেলবেন? ফুটবলে রাতারাতি কিছু করে ফেলা সম্ভব নয়।’ তার লাজসরম বলে কিছু থাকলে ভুটানের কাছে হারার পরেরদিনই উচিত ছিল পদত্যাগ করা। দেশের ক্রীড়াপ্রেমী মানুষ তাকে প্রত্যাখ্যাান করেছে। আর দেখতে চায় না বাফুফের সভাপতির আসনে। চুন্নু বললেন, ‘একজন সাবেক জাতীয় ফুটবলার হিসেবে ভুটানের কাছে নির্লজ্জ পরাজয়ে আমি দারুণভাবে লজ্জিত, দুঃখিত ও ব্যথিত। কারণ এই হারে আমরা এখন দক্ষিণ এশিয়ার একেবারে তলানিতে নেমে গেলাম। অথচ আমরা যখন খেলতাম, তখন এমন অবস্থার কথা চিন্তাও করা যেত না। এই ভরাডুবির জন্য কাঠগড়ায় দাঁড় করানো উচিত সভাপতিসহ বাফুফের বর্তমান কমিটির সবাইকে!’ চুন্নুর পরামর্শ, ‘আগে থেকেই তো আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, আর এখন তো দেয়ালটাই পড়ে গেছে! এ অবস্থা থেকে বের হয়ে আসা বেশ কঠিন। ফুটবল ছিল এদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। সে খেলা আজ মৃত। তবু আমি মনে করি সদিচ্ছা থাকলে ও সম্মিলিতভাবে চেষ্টা করলে ফুটবলকে আবারও জাগিয়ে তোলা সম্ভব।’ সেজন্য আবার ‘জিরো‘ থেকে শুরু করতে হবে। ‘স্কুল ফুটবল, শেরে বাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ, বিমান কাপ ... এই পুরনো টুর্নামেন্টগুলো ফের চালু করতে হবে। বন্ধ হয়ে যাওয়া ফুটবল একাডেমি চালু করে ফুটবলার তৈরির পাইপলাইন সৃষ্টি করতে হবে। প্রতিটি জেলায় নিয়মিত লীগ হতে হবে। এগুলো নিয়মিতভাবে হলে আগামী ৫-৭ বছরের মধ্যে হয়তো একটা আলোর দিশা খুঁজে পেলে পেতেও পারে দেশের ফুটবল। ভুটানের কাছে হেরে আমরা এখন সাফের তলানিতে, আগামী তিন বছর ফিফা-এএফসির কোন টুর্নামেন্টে/ম্যাচ খেলতে পারবো না ... এমন বেদনাদায়ক দিনও একদিন দেখতে হবে স্বপ্নেও ভাবিনি!’
×