ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ব্যাটসম্যানদের পর বোলাররাও ভাল পরীক্ষা দিলেন, তবে যথারীতি ব্যর্থ তারকারা

বিসিবি-ইংল্যান্ড একাদশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও ড্র

প্রকাশিত: ০৫:০৮, ১৮ অক্টোবর ২০১৬

বিসিবি-ইংল্যান্ড একাদশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দু’দিনের প্রস্তুতি ম্যাচটা বৃষ্টির কারণে মাত্র একদিন খেলা হয়েছে। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা পুরোপুরিই খেলা হয়েছে। রবিবার প্রথমদিনে বিসিবি একাদশের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করে ২৯৪ রান করেছিল। যদিও তারকা ব্যাটসম্যানরা রান পাননি, প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ ফর্মে থাকা তরুণ ওপেনার আব্দুল মজিদ সেঞ্চুরি করেন। সোমবার দ্বিতীয় ও শেষদিনে বিসিবি একাদশের বোলাররাও দারুণ নৈপুণ্য দেখিয়ে ইংল্যান্ডকে ২৫৬ রানেই গুটিয়ে দেয়। বোলিংয়েও তারকারা তেমন ভাল করেননি। কিন্তু উদীয়মান লেগস্পিনার তানভীর হায়দার দারুণ বোলিং করে ৪ উইকেট শিকার করেন। এক ইনিংস করে খেলা হতেই শেষ হয়ে গেছে দু’দিন। তাই এ ম্যাচটিও ড্র হয়েছে। দ্বিতীয়দিন ইংল্যান্ড ব্যাটিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল দুই তরুণ ওপেনার হাসিব হামিদ ও বেন ডাকেটের জোড়া অর্ধশতক। অভিষেকের অপেক্ষায় থাকা এ দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে ৯০ রান তোলার পর ডাকেট অবসরে যান। ১০১ বলে ১০ চারে ৬০ রান করেছিলেন ইতোমধ্যেই ৩ ওয়ানডে খেলা এ বাঁহাতি ব্যাটসম্যান। এরপর তানভীরের লেগস্পিনের ফাঁদে পড়ে টানা তিনটি উইকেট হারায় সফরকারীরা। তানভীর শিকার করেন জো রুট (২৪), জনি বেয়ারস্টো (৬) ও জস বাটলারকে (৪)। এরপর অর্ধশতক হাঁকিয়ে হাসিব ১২৫ বলে ৯ চারে ৫৭ রান নিয়ে অবসরে যান। এরপর বেশিদূর যেতে পারেনি ইংলিশরা। ২৫৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ২৪ বছর বয়সী লেগস্পিনার তানভীর ৫৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা সাফল্য দেখান। তবে তাসকিন আহমেদ (১/৪৬), আল আমিন হোসেন (০/৮) এবং মোসাদ্দেক হোসেন (১/৩৮) খুব বেশি উজ্জ্বলতা ছড়াতে পারেননি বল হাতে। ইংল্যান্ড ব্যাটিংয়ে যেমন তরুণরা ভাল করেছেন, বিসিবির বোলিংয়েও তরুণরাই ছিলেন নৈপুণ্যে উজ্জ্বল। আগেরদিন বিসিবি একাদশের হয়ে ব্যাট করেছেন সৌম্য সরকার (৪), মুমিনুল হক (১)। প্রথম টেস্টের দলে আছেন দু’জনই। সফল ছিলেন চার তরুণ মজিদ (১০৬), নাজমুল হোসেন শান্ত (৭২), মোসাদ্দেক (৪৭) ও নুরুল হাসান (৩৯)। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার জাফর আনসারি ৪ উইকেট নিয়েছিলেন। দু’দিনের ড্র ম্যাচে উভয়দলেই তাই নৈপুণ্যে তারকাদের পেছনে ফেলে উজ্জ্বল থাকলেন তরুণরাই। তবে সফরকারীদের এই প্রস্তুতিতে ম্যাচ প্র্যাকটিসটা ভালই হয়েছে ব্যাটিং-বোলিংয়ের। স্কোর ॥ বিসিবি একাদশ প্রথম ইনিংসÑ ২৯৪/১০; ৭৪.৪ ওভার (মজিদ ১০৬, শান্ত ৭২, মোসাদ্দেক ৪৭, নূরুল ৩৯; আনসারি ৪/৬৮, ব্রড ২/৪৩, ব্যাটি ২/৫৫)। ইংল্যান্ড একাদশ ইনিংসÑ ২৫৬/১০; ৭৮.২ ওভার (ডাকেট ৬০, হাসিব ৫৭, ব্যালান্স ৩৬*, স্টোকস ২৫, রুট ২৪, ওকস ২৩; তানভীর ৪/৫৩, শুভাশীষ ১/২৬, মোসাদ্দেক ১/৩৮, তাসকিন ১/৪৬)। ফল ॥ ড্র।
×