ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লা লিগায় জায়ান্টদের গোল উৎসবের রাত

প্রকাশিত: ০৬:২০, ১৭ অক্টোবর ২০১৬

লা লিগায় জায়ান্টদের গোল উৎসবের রাত

স্পোর্টস রিপোর্টার ॥ চোট কাটিয়ে দলে ফিরেই নিজের জাত চেনালেন লিওনেল মেসি। শনিবার বার্সিলোনার জার্সিতে মাঠে নেমে মাত্র তিন মিনিটেই গোল করেছেন তিনি। আর তার গোলের সৌজন্যেই কাতালান ক্লাবটি ৪-০ গোলে হারায় দেপোর্তিভো লা করুনাকে। এদিন জয় পেয়েছে বার্সিলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। টানা চার ম্যাচে ড্রয়ের পর জিনেদিন জিদানের দল এদিন ৬-১ গোলে হারায় রিয়াল বেটিসকে। এই ম্যাচে গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে দিনের বড় জয়টা তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের দল ৭-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে গ্রানাডাকে। এ্যাটলেটিকোর হয়ে হ্যাটট্রিক করেছেন ইয়ানিক কারাসকো। এছাড়াও জোড়া গোল করেছেন নিকোলাস গেইটেন। এই জয়ের ফলে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের পরে অবস্থান রিয়াল মাদ্রিদের। তবে চার নাম্বারে থাকা বার্সিলোনার চেয়েও এক পয়েন্ট বেশি নিয়ে লীগ টেবিলের তিনে রয়েছে সেভিয়া। শনিবার দিনের প্রথম ম্যাচেই যারা ৩-২ গোলে হারায় লেগানেসকে। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার থেকেই শুরু হয় ক্লাব ফুটবলের লড়াই। লা লিগায় তিন জায়ান্ট ক্লাবই মাঠে নামে এদিন। কুঁচকির ইনজুরি কাটিয়ে প্রায় একমাস পর বার্সার জার্সিতে প্রথমবার মাঠে নামেন লিওনেল মেসি। তবে এলএম টেনের মাঠে নামার আগেই লুইস সুয়ারেজ ও রাফিনহার জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সিলোনা। লুইস এনরিকের জন্য অবশ্য স্বস্তির খবর হলো মেসিকে ম্যাচ উইনারের ভূমিকা পালন করতে হয়নি। কেননা জেরার্ড পিকের প্রচেষ্টা গোলরক্ষক লাক্স প্রতিহত করার পর ম্যাচের ২১ মিনিটে সুয়ারেজের পাস থেকে লো শটে দলকে প্রথম এগিয়ে দেন রাফিনহা। তার ১৫ মিনিট পর এই ব্রাজিলিয়ান তারকার গোলেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। দেপোর্তিভো রক্ষণভাগকে দারুণ দক্ষতায় ফাঁকি দিয়ে নেইমারের বাড়ানো বলে দলের পক্ষে তৃতীয় গোল করেন লুইস সুয়ারেজ। লিওনেল মেসি তখন সাইডবেঞ্চে থেকে অবশ্য ছটফট করছেন। তবে দ্বিতীয়ার্ধেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান মেসি। আর মাঠে নেমেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের সহযোগিতায় দলের পক্ষে চতুর্থ গোলটি করেন মেসি। এই গোলে লাক্সের অসহায় হয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। বার্সার মতো পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদও। টেবিলের চতুর্থ স্থানে থেকে ম্যাচ শুরু করলেও বড় জয়ে যৌথভাবে আবারও শীর্ষে ফিরেছে জিনেদিন জিদানের রিয়াল। রিয়াল বেটিসকে কার্যত এদিন কোন সুযোগই দেয়নি গ্যালাক্টিকোরা। গোল উৎসবের শুরুটা করেন রাফায়েল ভারানে। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে রাফায়েল ভারানে হেডের সাহায্যে প্রথম গোল করে নিজেদের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসার সুযোগ করে দেন তিনি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসী তারকা করিম বেনজেমা। তারপরও থেমে থাকেনি গোল উৎসব। ম্যাচের ৩৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। এরপর ইস্কোর শো। দুই অর্ধে দুই গোল করেন তিনি। প্রথমার্ধের ৪৫ মিনিটে নিজের প্রথম আর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন ইস্কো। এরপর বড় ব্যবধানের হারটা প্রায় নিশ্চিতই হয়ে যায় রিয়াল বেটিসের। কিন্তু তখনও গোলের খাতা খুলতে পারেননি রিয়ালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচ শেষের ১২ মিনিট আগে গোল করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর অবশ্য আর কোন গোল করতে পারেনি জিদানের দল। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আলভারো কেজুডো অবশ্য রিয়াল বেটিসকে সান্ত¡নার এক গোল উপহার দেন। মৌসুমের প্রথম ৮ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন দ্বিতীয় স্থানে। সমান সংখ্যক ম্যাচে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার সংগ্রহে ৮ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট। ১৭ পয়েন্ট নিয়ে তাদের ওপরে অবস্থান করছে সেভিয়া।
×