ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিলি ইসলামের একক সঙ্গীতসন্ধ্যা আজ

প্রকাশিত: ০৬:১৭, ১৫ অক্টোবর ২০১৬

লিলি ইসলামের একক সঙ্গীতসন্ধ্যা আজ

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রসঙ্গীতশিল্পী লিলি ইসলামের একক সঙ্গীতসন্ধ্যার আয়োজন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আজ শনিবার সন্ধ্যা ৬টায় তিনি একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। একক এ পরিবেশনা সম্পর্কে শিল্পী লিলি ইসলাম জনকণ্ঠকে বলেন, আমি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতই পরিবেশন করব। আমি সব সময় কোন বিষয়ের ওপর গান করতে ভালবাসি। এ অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হবে না। আমার ইচ্ছা রয়েছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে উৎসবগুলো ঘটা করে করতেন, সেখানে যে গানগুলো গাওয়া হতো, আমি সে ধরনের গানই পরিবেশন করার চেষ্টা করব। সেখানে শারদ উৎসব হতো। সেখানের ‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ’ গানটি পরিবেশন করব। শিল্প উৎসবের ‘কঠিন লোহা কঠিন ঘুমে’ গান পরিবেশন করব। বসন্তের গান করব। এ রকম আরও গান রয়েছে যেগুলো পরিবেশন করার ইচ্ছা আছে। কেন সেসব উৎসবের গান পরিবেশন করবেন- এ সম্পর্কে লিলি ইসলাম বলেন, এখন যেহেতু দেশে উৎসব উৎসব ভাব বিরাজ করছে, কিছুদিন আগে ঈদ উৎসব গেল, সম্প্রতি শেষ হলো শারদীয় উৎসব। আর আজ হেমন্তের প্রথম দিন। মূলত এসব কারণেই অনুষ্ঠানে উৎসবের গান করব। তিনি বলেন, গুলশানে জঙ্গী হামলার পর বেশ কিছুদিন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ ছিল। জাদুঘরে আমাকে দিয়েই আবার তাদের অনুষ্ঠানের ধারাবাহিকতা শুরু হচ্ছে। শিল্পী লিলি ইসলাম শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রী অর্জন করেন। রবীন্দ্রসঙ্গীতে তালিম নেন কণিকা বন্দ্যোপাধ্যায়, নিলীমা সেনসহ বিখ্যাত ব্যক্তিদের কাছে। বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেল ও বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীতের ওপর তার তিনটি অডিও ক্যাসেট, ১২টি সিডি ও একটি ভিসিডি প্রকাশ হয়েছে। তিনি ভারতের দেবব্রত বিশ্বাস স্মৃতি পুরস্কার, বাংলাদেশের সিটিসেল চ্যানেল আই এ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন। বর্তমানে শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক।
×