ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামিল উর রহমান

ব্যক্তিত্বের অনুষঙ্গ ভ্যানিটি ব্যাগ

প্রকাশিত: ০৬:৪১, ১৪ অক্টোবর ২০১৬

ব্যক্তিত্বের অনুষঙ্গ  ভ্যানিটি ব্যাগ

ভ্যানিটি ব্যাগ। বর্তমান যুগে ফ্যাশনের অন্য এক নাম। মেয়েদের কাছে তার ড্রেসের সঙ্গে ভ্যানিটি ব্যাগ দারুণ গুরুত্ব বহন করে। সবকিছুর সঙ্গে ভ্যানিটি ব্যাগও যেন যায় এমনটাই খেয়াল রাখেন ফ্যাশন সচেতনরা। আর তাই রাজধানীর উত্তরার আলাউদ্দিন টাওয়ারের এ-ওয়ান ঘুরে দেখা গেল কাস্টমারদের পছন্দের সব ভ্যানিটি ব্যাগের পসরা সাজিয়ে বসেছেন তারা। ছোট, বড়, মাঝারিসহ সকল ব্যাগই পাওয়া যায় এই দোকানে। নিত্যনতুন স্টাইলের এসব ব্যাগ ক্রেতাদের আকৃষ্ট করবেই। দোকানের মালিকের সঙ্গে কথায় জানা গেল বড় ব্যাগ সাধারণত পছন্দ করেন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির মেয়েরা। কারণ এতে ফ্যাশনের সঙ্গে সঙ্গে টুকটাক কাজও করা যায় খুব সহজেই। বই খাতা রাখা সহজ হয়। তবে স্টাইলের বিষয়টা সব সময় থাকে মাথার ভেতর। আর এমন ব্যাগের দাম ১ হাজার টাকা থেকে শুরু করে ২ হাজার ৫শ’ টাকার মধ্যে পাওয়া যায়। এদিকে মাঝারি ব্যাগের চাহিদাও রয়েছে সবার মাঝে। স্ট্যান্ডার্ড মাপের এই ব্যাগ যেন সবারই পছন্দের। এখানেও ফ্যাশনের বিষয়টা জরুরী। ব্যাগের কাজ, ফিতা, স্টাইল এই বিষয়গুলো নজরে রেখেই ক্রেতা ব্যাগের উপর ঝুঁকেন। এই মাঝারি ব্যাগের দামও রয়েছে হাতের নাগালের ভেতর। ১ হাজার ৫শ’ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকার ভেতর নানা চমৎকার ব্যাগের সমারোহ আছে এই দোকানে। আর ছোট ব্যাগের কথা না বললেই নয়। বিশেষ করে যারা ফ্যাশন নিয়ে অতিমাত্রায় সচেতন তারা ছোট ব্যাগই বেশি পছন্দ করেন। বহন করা সুবিধা তার অন্যতম কারণ। ব্যাগের কারুকার্য, ছোট সাইজ আর সৌন্দর্য সব মিলিয়ে একশতে একশ’ হলেই ছোট ব্যাগ পিয়াসু ভ্যানিটি ব্যাগের ক্রেতারা ছোটেন সেই দিকে। ২ হাজার টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকার মধ্যে মিলবে এই ব্যাগ। ভ্যানিটি ব্যাগের আরও অনেক সমাহার আছে এই এ-ওয়ানে। বিভিন্ন ডিজাইনের ব্যাগ সংগ্রহ আছে এই দোকানগুলোতে। আছে পাজাদা, ভ্যালেন্সিয়া, বুচি, বিও, লেবিথসহ নানা বিদেশী ব্র্যান্ডের ব্যাগ। মনের পছন্দ মতো সকল ব্যাগ অনায়াসেই পাওয়া যাবে এখানে। এছাড়া অল্প খরচে ভাল ব্যাগ কিনতে চাইলে রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, আজিজ সুপার মার্কেটে আপনাকে যেতে হবে। আর নামীদামী ব্যাগ কিনতে চাইলে রয়েছে বসুন্ধারা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্কসহ গুলশানের কিছু দোকান। কোন ব্যাগটি কার সঙ্গে যায়, কোন ব্যাগটি ইউনিক, এসব যারা ভাবছেন তারা আসতে পারেন ব্যাগের এই সমারোহে। এছাড়া বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়া বাজারে বের হয়েছে ফ্রেম ব্যাগ বক্সের মতো দেখতে এই ব্যাগটি এখন বাজারে অনেক জনপ্রিয়। প্লাস্টিক দিয়ে বানানো এই ব্যাগের সঙ্গে ফ্যাশনটাও যেন এগিয়ে চলেছে দ্রুতগতিতে। সেই ভ্যানিটি ব্যাগই ফ্যাশনের সঙ্গে যায়, যা ফ্যাশনকে আরও এগিয়ে নিয়ে যায় আর এমনটাই চাই ফ্যাশনপ্রিয়রা। মডেল : হৃদি ছবি : আরিফ আহমেদ
×