ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাটলারদের নিয়ে ইংলিশ মিডিয়ায় ঝড়

প্রকাশিত: ০৪:২৬, ১১ অক্টোবর ২০১৬

বাটলারদের নিয়ে ইংলিশ মিডিয়ায় ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যাডের এবারের বাংলাদেশ সফর সেই শুরু থেকেই দেশটির সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায়। নিরাপত্তা শঙ্কায় সিরিজটি হচ্ছে না, এরপর ইংলিশিদের আসা-না আসা নিয়ে দ্বিধাবিভক্ত খবর, সফর হলেও অমুক ক্রিকেটার থাকছেন-তমুক নেই ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ওয়ানডেতে বাঘের থাবায় ছিন্ন ভিন্ন হওয়ার পর ব্রিটিশ মিডিয়া যেন এবার তেলে-বেগুনে জ্বলে উঠেছে। বিশ্ববাসীকে ভদ্রতা শেখানো ইংলিশদের মাঠের মধ্যে অমন অভদ্র আচরণে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অসহায় আত্মসমর্পণের পর অধিনায়ক জস বাটলার ও অলরাউন্ডার বেন স্টোকসদের যুদ্ধংদেহী আচরণ ও এ সংক্রান্ত খবর ডেইলি টেলিগ্রাফ, দ্য ডেইলি সান, ডেইলি মেইল, গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহকারে স্থান পেয়েছে। যেখানে ইংল্যান্ডের পাশাপাশি টাইগার ক্রিকেটারদের উদযাপনেরও সমালোচনার করা হয়! হারের পর প্রভাবশালী ব্রিটিশ মিডিয়ায় ইংল্যান্ডের কঠোর সমালোচনা এসেছে, আবার বাংলাদেশের জন্য অবজ্ঞামূলক বাক্যও ব্যবহার করা হয়েছে! দ্য গার্ডিয়ান- এ নিয়ে দুটি প্রতিবেদন করে। একটিতে বলা হয়, ‘অধিনায়ক মাশরাফির দুরন্ত অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।’ যেখানে লেখা হয়েছে, প্রায় এক হাতে ম্যাচ ধরে রাখা বাটলার ও তার উদ্দীপ্ত মেজাজে আগুন ধরিয়ে জয় তুলে নিলেন মাশরাফি। অন্য প্রতিবেদনটিতে বলা হয়, ‘বাটলার তার উইকেট হারানোর পর বাংলাদেশের উদ্যাপন দ্বারা বিধ্বস্ত!’ দ্য ইন্ডিপেন্ডেন্টের ভাষা, ‘বাটলারের একার লড়াই ব্যর্থ করে দিয়েছে টাইগাররা।’ সেই সঙ্গে মাশরাফি-বীরত্বকেও গুরুত্ব দেয়া হয়। অত্যন্ত ঝাঁঝালো শব্দ ব্যবহার করেছে ডেইলি মেইল। সংবাদ মাধ্যমটি লিখেছে, ‘বাটলার-স্টোকসরা কদর্য দৃশ্যের অবতারণা করে বাংলাদেশের কাছে হারল লজ্জাজনক ভাবে।’ দ্য সান লিখেছে, ‘ঢাকায় বাগ্বিত-া। বেন স্টোকস ম্যাচ শেষে বাংলাদেশী ওপেনার তামিম ইকবালের ওপর সতীর্থকে কঠিন কিছু বলার অভিযোগে ‘রগচটা’ ইংলিশ অলরাউন্ডার স্টোকসের রুঢ়-আচরণ।’ ২৮তম ওভারের ঘটনা সেটি। দেয়াল হয়ে দাঁড়ানো বাটলারের প্রতিপক্ষ তাসকিন আহমেদের জোরালো এলবিডব্লিউর আবেদন বাতিল হয়ে গেলে রিভিউ নেয়া হয়। তাতে ইংল্যান্ড অধিনায়ক আউট হলে উল্লাসে ফেটে পড়ে টাইগাররা। কিন্তু বাটলার সাজঘরে ফেরা পথ ধরে হঠাৎই পেছনে ফিরে আসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতের সামনে এসে দাঁড়ান। এগিয়ে আসেন মাহমুদুল্লাহ রিয়াদও। ততক্ষণে সব মৌখিকভাবেই চলছিল। আম্পায়ার ও সাকিব-আল হাসান এসে তাদের নিরস্ত করেন। সোস্যাল মিডিয়ায় প্রকাশ, বাটলার নাকি কয়েক বার ‘মাদার...’ শব্দটি ব্যবহার করেন! এরপর হাত মেলানোর সময় তামিম ঘাড় দিয়ে জোরে ধাক্কা দিয়েছেনÑ অজুহাত এনে বিতর্কে জড়িয়ে পড়েন স্টোকস! ক্রিকেট ভদ্রলোকের খেলা। অবশ্যই তাদের ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হবে। ইংলিশ সাংবাদিক জেমস লিখেছেন, ‘বাটলারকে ড্রেসিং রুমের দরজা দেখিয়ে বাংলাদেশ বাড়াবাড়িই করেছে, তারা তো ম্যাচটা জিততেই যাচ্ছে, তাই এ দৃশ্য কাম্য ছিল না। কাছে থেকে দেখে যতটুকু জানি, বাটলার বেশ ঠা-া মেজাজের মানুষ!’ তার এই লেখা পড়ে রো- নামক এক ইংল্যান্ড ভক্তের প্রতিক্রিয়া, ‘ঘটনা যাই হোক, বাটলারের অমন আচরণ উচিত হয়নি। তার মনে রাখা উচিত ছিল সে ব্রিটিশদের প্রতিনিধি।’
×