ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর গোলবন্যায় বিধ্বস্ত এ্যান্ডোরা

প্রকাশিত: ০৬:২১, ৯ অক্টোবর ২০১৬

রোনাল্ডোর গোলবন্যায় বিধ্বস্ত এ্যান্ডোরা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর থেকেই মাঠের বাইরে ছিটকে পড়েন সিআর সেভেন। দীর্ঘ তিনমাস পর অবশেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। ফিরেই নিজের জাত চেনালেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এ্যান্ডোরাকে বলতে গেলে একাই উড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিপক্ষের বিপক্ষে একাই চার গোল করেন তিনি। আর তাতেই তার দল পর্তুগাল ৬-০ গোলে রীতিমতো উড়িয়েই দেয় এ্যান্ডোরাকে। পর্তুগাল ছাড়া শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, হল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, গ্রীস এবং সুইজারল্যান্ড। গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাঁটুতে ব্যথা পেয়ে স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মাঠ থেকে বের হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের প্রথম ইউরোপ জয়ের মাহেন্দ্রক্ষণে মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। তারপরও ভেঙ্গে পড়েননি বর্তমান বিশ্ব ফুটবলের মহাতারকা। পর্তুগালকে হতাশ করেননি তার সতীর্থরাও। মাঠের বাইরে থেকেই দেশকে প্রথম বড় কোন শিরোপা উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিআর সেভেন। সেই ইউরোপের মুকুট পরার পর শুক্রবার রাতে আবারও জাতীয় দলে ফিরেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছিল রোনাল্ডোবিহীন পর্তুগাল। যে কারণে এ্যান্ডোরার বিপক্ষে সিআর সেভেনের দিকে আলাদা করেই দৃষ্টি রেখেছিলেন ভক্ত-অনুরাগীরা। মান রেখেছেন রোনাল্ডো। এ্যান্ডোরার বিপক্ষে দলকে প্রথমে গোল করে এগিয়ে দেন মাত্র ৭৩ সেকেন্ড সময় নিয়েছেন এই সময়ের অন্যতম সেরা ফুটবলার। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে যে কারণে সিআর সেভেন যেন গোলক্ষুধায় ভোগছিলেন! তাই প্রথম গোলের উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল করে সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান তিনি। প্রথমার্ধের চার মিনিটেই তার নামের পাশে দুই গোল! বিরতির পর আরও দুই গোল করেন তিনি। এ্যান্ডোরার বিপক্ষে ক্যারিয়ারের ৪২তম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। আর পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান গোল সংখ্যা এখন ৬৫। একেই বলে রাজসিক প্রত্যাবর্তন। দুর্দান্তভাবে ফিরে দারুণ রোমাঞ্চিত রোনাল্ডো। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও দেখা গেল পর্তুগাল অধিনায়কের উচ্ছ্বাস। সিআর সেভেন বলেন, ‘জানি আমি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আজ রাতে চার গোল করেছি। ইউরোর ফাইনালে মারাত্মক চোটের পর এভাবে ফিরতে পেরে আমি স্বাভাবিকভাবেই দারুণ খুশি। সবকিছুই ভালভাবে হয়েছে। আমরা প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করায় ম্যাচটা অনেক সহজ হয়ে গেছে।’ এই ম্যাচ জেতায় তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিন নাম্বারে অবস্থান করছে পর্তুগাল। ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে সুইজারল্যান্ড। আর ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফারোই আইসল্যান্ড। আগামীকাল সোমবার এই আইসল্যান্ডের বিপক্ষেই এ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। প্রতিপক্ষকে ইতোমধ্যেই হুমকি দিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই পর্তুগালের কাছেই হেরেছিল ফ্রান্স। তবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পর্তুগালের মতো বড় জয় পেয়েছে তারাও। ফরাসীরা এদিন বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন গামেইরো। এছাড়া দলের সেরা দুই তারকা পায়েত ও গ্রিজম্যান উভয়ই ১টি করে গোল করে আলো ছড়িয়েছেন। এই জয়ে ‘এ’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে ফ্রান্স। তাদের সংগৃহীত পয়েন্ট ৪। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে এবং নিচে অবস্থান করছে যথাক্রমে হল্যান্ড ও সুইডেন। ফরাসীদের মতো হল্যান্ডও এদিন একই ব্যবধানে হারিয়েছে বেলারুশকে। আর সুইডেন ১-০ গোলে পরাজিত করেছে লুক্সেমবার্গকে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন সুইডেনের লুস্তিগ। এছাড়া বেলজিয়াম ৪-০ গোলে পরাজিত করেছে বসনিয়া হার্জেগোভিনাকে। হ্যাজার্ড এবং লুকাকু উভয়ই ১টি করে গোলের দেখা পেয়েছেন। জিব্রাল্টারের বিপক্ষে এস্তোনিয়ার জয়টাও একই ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বে দিনের অন্য ম্যাচগুলোতে সুইজারল্যান্ড ৩-২ গোলে হাঙ্গেরিকে, গ্রীস ২-০ ব্যবধানে সাইপ্রাসকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে।
×