ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাউন্ডের দরপতন প্রত্যাশিত ছিল ॥ ব্যাংক অব ইংল্যান্ড

প্রকাশিত: ০৫:৫৮, ৯ অক্টোবর ২০১৬

পাউন্ডের দরপতন প্রত্যাশিত ছিল ॥ ব্যাংক অব ইংল্যান্ড

এশিয়ার বাজারে গত শুক্রবার হঠাৎ করেই বড় ধরনের দরপতন বা পাউন্ডের ‘ফ্ল্যাশ ক্র্যাশ’ হয়। লেনদেনের একপর্যায়ে খুব অল্প সময়ের মধ্যে ডলারের বিপরীতে পাউন্ডের দাম ৬ শতাংশ পর্যন্ত কমে যায়। এক পাউন্ডের দর ১ দশমিক ১৮ ডলারে নেমে আসে। ব্রেক্সিট ভোটের পর এটিই ব্রিটিশ মুদ্রার সর্বোচ্চ দরপতন। পরে এ পরিস্থিতি থেকে কিছুটা উন্নতি হয় পাউন্ডের। দিন শেষে এশিয়ার বাজারে পাউন্ডের দর কমে ১ দশমিক ৩ শতাংশ। পরে লন্ডনের বাজারে ডলারের বিপরীতে পাউন্ডের দর কমে ১ দশমিক ৭ শতাংশ। এক পাউন্ড সমান ১ দশমিক ২৪ ডলারে লেনদেন হয়। হঠাৎ করে ‘ফ্ল্যাশ ক্র্যাশ’ হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকপ্রধান ফিলিপ হ্যামন্ড। তিনি বলেন, বর্তমানে পাউন্ডের যে দরপতন হচ্ছে তা প্রত্যাশিতই ছিল। তিনি আরও বলেন, যে কোন বিষয়ে বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। আমরা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি। -অর্থনৈতিক রিপোর্টার নাটোর আখচাষীদের সমাবেশ নাটোর চিনিকলে এসটিপি পদ্ধতিতে আখরোপণ ও আখচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাটোর চিনিকলের মির্জাপুর কেন্দ্রের নশরতপুর গ্রামে বেট পদ্ধতিতে আখরোপণের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। এরপর নশরতপুর গ্রামে আধুনিক পদ্ধতিতে আখ চাষের ওপর অনুষ্ঠিত হয় আখচাষী সমাবেশ। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক সিডিআর হাবিবুর রহমান, সচিব মাহবুবুর রহমান, সিওপি আবুল রফিক, মহাব্যবস্থাপক কৃষি মিজানুর রহমান প্রমুখ। সভায় চিনিকল এলাকায় আধুনিক পদ্ধতিতে আখ চাষের ওপর কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়। -নিজস্ব সংবাদদাতা, নাটোর
×