ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের গোলোৎসব, হোঁচট আর্জেন্টিনার

প্রকাশিত: ০৫:০২, ৮ অক্টোবর ২০১৬

ব্রাজিলের গোলোৎসব, হোঁচট আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবলে উড়ছে ব্রাজিল ও উরুগুয়ে। তবে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া ব্যর্থতার বৃত্তেই আছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া ম্যাচে সহজ জয় পেয়েছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে। আর টানা দ্বিতীয় ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা। নিজেদের মাঠে উরুগুয়ে ৩-০ গোলে হারায় ভেনিজুয়েলাকে। এডিনসন কাভানি করেন জোড়া গোল। অপর গোলদাতা নিকোলাস লোডেইরো। ব্রাজিল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে। ঘরের মাঠে সেলেসাওদের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নেইমার, ফিলিফ কাউটিনহো, ফিলিপে লুইস, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্টো ফিরমিনো। এই ম্যাচে এক গোল করে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে জিকোকে ছাড়িয়ে গেছেন। শুধু তাই নয়, দেশ ও ক্লাবের জার্সি গায়ে ৩০০ গোল করার কীর্তিও গড়েছেন বার্সিলোনা তারকা। দুইবার এগিয়ে যেয়েও স্বাগতিক পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। এডউইন কারডোনার একমাত্র গোলে কলম্বিয়া ১-০ গোলে হারায় প্যারাগুয়েকে। ব্যর্থতার গ-িতেই আছে কোপা আমেরিকার সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন চিলি। তাদের ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ইকুয়েডর। জাতীয় দলের জার্সি গায়ে বরাবরই অপ্রতিরোধ্য নেইমার। এ প্রমাণ আরও একবার রাখলেন ২৪ বছর বয়সী এই সুপারস্টার। টানা দুই ড্রয়ের পর টানা তিন ম্যাচ জিতেছে ব্রাজিল। প্রতিটি ম্যাচেই গোল করেছেন। বলিভিয়ার বিরুদ্ধেও নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। ম্যাচের ১১ মিনিটে নিজেই খোলেন গোলের খাতা। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাউটিনহো। ৩৯ ও ৪৪ মিনিটে আরও দুটি গোল আসে ফেলিপে লুইস ও গ্যাব্রিয়েল জেসুসের পা থেকে। দুটি গোলেই অবদান রাখেন নেইমার। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যাওয়ায় জয় নিশ্চিতই হয়ে গিয়েছিল ব্রাজিলের। বিরতির পর ৬৯ মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে প্রতিপক্ষের রক্ষণভাগকে ভালই ভুগিয়েছেন নেইমার। ৭৫ মিনিটে ব্রাজিলের পক্ষে পঞ্চম ও শেষ গোলটি করেন ফিরমিনো। এই ম্যাচে এক গোল করে সাবেক গ্রেট জিকোকে ছাড়িয়ে এককভাবে ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নেইমার। তার গোলসংখ্যা এখন ৪৯টি। নেইমারের সামনে এখন রোমারিও, রোনাল্ডো ও পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ৭৭ গোল নিয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। ৬২ গোল নিয়ে তার পরেই আছেন কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো। তার পরে থাকা রোমারিওর গোল ৫৫টি। কীর্তি গড়ার ম্যাচে ৩৬ মিনিটে হলুদ কার্ড দেখেন নেইমার। বিশ্বকাপের বাছাইপর্বে তিন হলুদ কার্ড পাওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। যে কারণে খেলতে পারবেন না ভেনিজুয়েলার বিরুদ্ধে পরের ম্যাচ। বলিভিয়ার বিরুদ্ধে হলুদ কার্ড পাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা নিশ্চিত হয়ে গেল নেইমারের। কারণ কার্ডটা ভেনিজুয়েলার বিরুদ্ধে পেলে আর্জেন্টিনা ম্যাচে নিষিদ্ধ হতেন নেইমার। মেসিকে ছাড়া জয় যেন ভুলেই গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে একদম নিচের সারিতে থাকা দুটি দলের কাছে পয়েন্ট খোয়াতে হয়েছে আকাশি-সাদাদের। একমাস আগে সবার নিচে থাকা ভেনিজুয়েলার বিরুদ্ধে ড্রয়ের পর পেরুর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। শুক্রবারের ম্যাচে ১৫ মিনিটে রামিরো ফুনেস মোরির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিয়াগো ম্যারাডোনার দেশ। বিরতির পর ৫৮ মিনিটে সমতা ফেরান পেরুর পাওলো গেরেরো। ৭৭ মিনিটে আবার জয়ের হাতছানি আসে আর্জেন্টিনার সামনে। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার গোলটি করেন গঞ্জালো হিগুয়াইন। কিন্তু এই উৎসব দীর্ঘস্থায়ী হয়নি। সাত মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরায় পেরু। গোল করেন ক্রিশ্চিয়ান কুয়েভা।
×