ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতেও হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

প্রকাশিত: ০৬:৫৮, ৭ অক্টোবর ২০১৬

ওয়ানডেতেও হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের দাপট চলছেই। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে আজহার আলীর দল। বুধবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তান ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়দের। আর তাতেই টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজও ৩-০ ব্যবধানে নিজেদের করে নিল পাকিস্তান। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে আজহার আলী ও বাবর আজমের জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। জবাবে ৪৪ ওভার খেলে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে জেসন হোল্ডারের দল। প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয়টিতেও যথারীতি নায়কের ভূমিকায় বাবর আজম। টানা তিন সেঞ্চুরি করে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ১০৬ বলে এদিন সর্বোচ্চ ১১৭ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২০ রান আর দ্বিতীয়টিতে করেছিলেন ১২৩। আর শেষ ম্যাচে টানা হ্যাটট্রিক সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে টানা চার ম্যাচেও সেঞ্চুরি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শতরানের দেখা পেয়েছেন আজহার আলীও। এছাড়া শারজিল খান ৩৮ রানে সাজঘরে ফিরে গেলেও ২৪ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের আলযারি জোসেফ ২টি উইকেট লাভ করেন। এছাড়া জেসন হোল্ডার, সুনীল নারাইন, সুলাইমান বেন এবং কিয়েরন পোলার্ড প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন। পাকিস্তানের ছুড়ে দেয়া ৩০৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মোটেই সুবিধে করতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয়টিতেও নিষ্প্রভ ছিলেন ব্রাভো-স্যামুয়েলসরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন দিনেশ রামদিন। এছাড়া ক্রেইগ ব্র্যাথওয়েট ৩২, জেসন হোল্ডার ২৬, এভিন লুইস ২২, ড্যারেন ব্রাভো ১৭ এবং মারলন স্যামুয়েলস করেন ১৩ রান। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ৪৪ ওভারে ১৭২ রান তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নেওয়াজ ৩টি এবং ওয়াহাব রিয়াজ লাভ করেন ২ উইকেট। এছাড়া ইমাদ ওয়াসিম, শোহেল খান এবং শোয়েব মালিক সকলেই ১টি করে ওয়েস্ট ইন্ডিজের উইকেট লাভ করেন। ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারটাও জিতে নেন দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম। আইএইচএফ কাপ হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) উদ্যোগে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকায় আগামী ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে আইএইচএফ আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। ২০১০ সালে শেষবার দেশে কোন আন্তর্জাতিক হ্যান্ডবলের আসর অনুষ্ঠিত হয়েছিল। সাতটি দল খেলছে এবারের আসরে। আইএইচএফের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের সাতটি দেশ আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আয়োজক বাংলাদেশ খেলছে পাঁচদিনব্যাপী এই টুর্নামেন্টে। প্রত্যেক দেশের জাতীয় পুরুষ ও মহিলা দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে গঠন করা হয়েছে টুর্নামেন্টের সাংগঠনিক কমিটি। জনকণ্ঠের রুমেল অপরাজিত চ্যাম্পিয়ন ডিআরইউ টিটি স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ টিটি ফেডারেশনের সহযোগিতায় ও ডিআরইউ আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ফাইনালে রুমেল খান ২-০ সেটে হারান বাসসের সৈয়দ মামুনকে। এর আগে প্রথম সেমিফাইনালে সৈয়দ মামুন ২-০ সেটে জাফর ইকবালকে (সংগ্রাম) এবং দ্বিতীয় সেমিফাইনালে রুমেল খান ২-০ সেটে টানা তিনবারসহ সর্বশেষ চ্যাম্পিয়ন মুকিমুল আহসান হিমেলকে (চ্যানেল ২৪) হারান।
×