ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চত্বরে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২৯, ২ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চত্বরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর ও ৩০টি নৈর্ব্যত্তিক প্রশ্নের আলোকে আসন্ন ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়ার বিরুদ্ধে এই প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে এ আন্দোলনকে কঠিনতর করার হুমকি দিয়েছে। শনিবার সকাল দশটা থেকেই ক্রমশ শিক্ষার্থীদের জমায়েত বাড়তে থাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চত্বরে। এই যোগাযোগটিও হয়েছে ফেসবুকের মাধ্যমে। বেলা সাড়ে এগারটা থেকে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে গত ২৫ সেপ্টেম্বর থেকে। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ওইদিন আয়োজিত বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধনের পর গত বৃহস্পতিবার দ্বিতীয়দফায় নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে শিক্ষার্থীদের। এ সময় দামপাড়া থেকে নাসিরাবাদ বয়েজ স্কুল পর্যন্ত শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিয়ে সাতটি সৃজনশীল প্রশ্নের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় খুলশী থানা পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার অপচেষ্টা চালিয়েছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা উভয়ই ক্ষিপ্ত হয়েছিল পুলিশের ওপর। কিন্তু শনিবার তৃতীয় দফায় শিক্ষার্থীরা গণজমায়েত হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চত্বরে। আলোকিত ৩শ’ পরিবার নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১ অক্টোবর ॥ কচুয়ায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৩শ’ পরিবার। শনিবার সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের ২২৮ ও পাথৈর ইউনিয়নের রামদেবপুর গ্রামের ৭২টি পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, ডিজিএম জাকির হোসেন প্রমুখ। বয়স বৈষম্য নিরসনে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ অক্টোবর ॥ ‘বয়স বৈষম্য নিরসন করুন’- এ স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে শনিবার সকালে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণস্বাস্থ কেন্দ্রের পিএইচএ ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পাঁচ শতাধিক প্রবীণ ব্যক্তি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রবীণদের নিয়ে খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন করা হয়।
×