ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মঞ্চ মাতালেন নেহা কাক্কার

প্রকাশিত: ২৩:১৩, ১ অক্টোবর ২০১৬

মঞ্চ মাতালেন নেহা কাক্কার

স্টাফ রিপোর্টার ॥ নেচে-গেয়ে ঢাকার মঞ্চ মাতালেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কাক্কার। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুক্রবার সন্ধ্যায় ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টের আয়োজন করে ই-মেকার্স বাংলাদেশ। মঞ্চে উঠে বাঙালি তরুণ-তরুণীসহ নানা বয়সী দর্শক শ্রোতার বিপুল সাড়া পেয়ে ক্লান্তি ভুলে একের পর এক হিন্দি, পাঞ্জাবি ও বাংলা গান ও গানের সঙ্গে নেচে গেয়ে দর্শক মাতিয়ে রাখেন। দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে সোয়া দুই ঘন্টার মনমাতানো নাচ ও গান। অনেকদিন পর তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী গানের শ্রোতারা নেহা কাক্কারের সুরেলা কন্ঠের জনপ্রিয় গানের সঙ্গে প্রাণ খুলে নেচেছেন, গেয়েছেন, নেহার আহ্বানে গানে কন্ঠও মিলিয়েছেন। এছাড়া দেশের বাউল শিল্পী শফি মন্ডল, জয়, মৌসুমী ও আনিকার গানেও দর্শক তৃপ্ত হন। রাত ৮টা ৫৪মিনিটে মঞ্চে উঠেন নেহা কাক্কার। একে একে গেয়ে চলেন -সেকেন্ড হ্যান্ড জাওয়ানি, আজ দিল হে পানি পানি, কাভ তাক জাওয়ানি ছোপাওগি রানি, গোলাপি আখি যে তেরি দেখি, সাত সমুদ্দর পার ... তেরি পিছে পিছে আগায়ি, জিয়া যায়ে না যায়ে না তেরা বিনা রে, সানি সানি, কালে চশমা, কারমে মিউজিক বাজা ইত্যাদি বিভিন্ন গান।
×