ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নেস্লের আয়োজনে কুইজ প্রতিযোগীতা

প্রকাশিত: ২২:৪৩, ১ অক্টোবর ২০১৬

নেস্লের আয়োজনে কুইজ প্রতিযোগীতা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে নেস্লে ইন্সটিটিউট আয়োজিত এন এন আই আলোকবর্তিকা শীর্ষক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সাভারের ব্র্যাক সিডিএম এর অডিটরিয়ামে এ কুইজ প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। আয়োজকরা জানান, এ বছর দেশের ১১৮টি হাসপাতালের ৫শ’ নার্সের অংশগ্রহনে এন.এন.আই. আলোকবর্তিকা আয়োজন করে নেস্লে নিউট্রিশন ইন্সটিটিউট। কুইজে সেরা নার্স এবং ইন্সটিটিউট নির্বাচনের মাধ্যমে দেশে কর্মরত নার্সদের পুষ্টি জ্ঞান সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য। এ বছরের মে মাসে আলোকবর্তিকার ১ম রাউন্ডে ৬৪টি জেলার ১১৮টি হাসপাতালের ৫শ’ নার্স অংশগ্রহণ করেন। আগস্ট মাসে অনুষ্ঠিত ২য় রাউন্ডে ৪৬টি হাসপাতালের ২শ’ নার্স অংশগ্রহণ করেন এবং ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় ১২টি হাসপাতালের ৫০ জন নার্স। পরবর্তী গ্রান্ড ফিনালেতে ৪টি হাসপাতালের ১৬ জন প্রতিযোগিতা করে। কুইজ প্রতিযোগীতায় ‘স্কয়ার হাসপাতাল’ চ্যাম্পিয়ন ও ‘খুলনা শিশু হাসপাতাল’ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
×