ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিউল আদালতে পপ গায়কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল

প্রকাশিত: ০৬:৪৫, ১ অক্টোবর ২০১৬

সিউল আদালতে পপ গায়কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল

এক সময়ের বেশ জনপ্রিয় কোরীয় মার্কিন গায়ক দক্ষিণ কোরিয়ায় ফিরে যাওয়ার অনুমতি চেয়ে সিউলে দায়ের করা মামলায় হেরে গেছেন। সামরিক চাকরি এড়িয়ে যাওয়ার তার দক্ষিণ কোরীয় নাগরিকত্ব না থাকায় নিন্দনীয় হলেন তিনি। দক্ষিণ কোরিয়ায় ইউ সিউং জুন নামে পরিচিত পপগায়ক স্টিভ ইউকে ২০০২ সালে সামরিক দায়িত্ব পালনের জন্য যখন ডেকে পাঠানো হবে ঠিক তখন তিনি কোরীয় নাগরিকত্ব ত্যাগ করেন এবং স্বাভাবিক মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। দক্ষিণ কোরীয় সরকার তার এ পদক্ষেপকে সেনাবাহিনীর দায়িত্ব থেকে পলায়ন হিসেবে বিবেচনা করে এবং চিরজীবনের জন্য তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউ এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে সিউলের প্রশাসনিক আদালতে একটি মামলা দায়ের করেন। তিনি যুক্তরাষ্ট্র্রে দক্ষিণ কোরীয় দূতাবাসে ভিসা না পেয়ে দূতাবাসের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন। -এএফপি
×