ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হকিতে চায়নিজ তাইপেকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ২২:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬

হকিতে চায়নিজ তাইপেকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ এক জয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচটি তারা জিতেছিল ৫-৪ গোলে। সে ধারাবাকিতায় টানা আরো দুটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল স্বাগতিকরা। বৃহস্পতিবার আসরে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৬-১ গোলে চায়নিজ তাইপেকে হারিয়েছে। ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ম্যাচের জয়ী দলের সঙ্গে। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আসরে বাংলাদেশ সবচেয়ে বড় জয় পেয়েছিল নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে। সে ম্যাচে তারা প্রতিপক্ষকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল। ফাইনালে যারাই সামনে আসুক, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। আশরাফুলের স্টিক স্বপ্ন পূরণের কাছাকাছি নিয়ে গেছে স্বাগতিক দলকে। আজ বাংলাদেশের ছয় গোলের তিনটিই আশরাফুলের। টুর্নামেন্টে সব মিলিয়ে তার গোল হলো ১০টি।
×