ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিশ্রুতিশীল অভিনেতা কামরুজ্জামান সবুজ

প্রকাশিত: ০৪:১৮, ২৭ সেপ্টেম্বর ২০১৬

প্রতিশ্রুতিশীল অভিনেতা কামরুজ্জামান সবুজ

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেতা কামরুজ্জামান সবুজ। বাংলাদেশের প্রতিষ্ঠিত নাট্য দল মহাকাল নাট্যসম্প্রদায়ের সক্রিয় নাট্যকর্মী সবুজ মঞ্চনাটকের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ১৯৯৭ সাল থেকে মহাকাল নাট্য সম্প্রদায়ের সঙ্গে জড়িত রয়েছে। এ নাট্যদলের সদস্য হিসেবে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘ঘুম নেই’, ‘সুনাই কইন্যার পালা’, ‘আয়না’, ‘শিবানী সুন্দরী’, ‘শিখন্ডী কথা’, ‘নিশিমন বিসজন’, ‘প্রমিথিউস’, পথ নাটক ‘আনন্দের মুক্তি চাই’, ‘গনদরখাস্ত, ‘বোধ’, ‘ভয়ঙ্কর পদশব্দ’, ‘সিটিং সার্ভিস’ প্রভৃতি। মঞ্চে এ পর্যন্ত ৩ শতাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরায় মঞ্চনাটক নিয়ে ভ্রমণ করেছেন। অভিনয়ের পাশাপাশি দলের বিভিন্ন প্রযোজনা কোরিওগ্রাফীর সহকারী এবং আলোক নিয়ন্ত্রক হিসেবেও কাজ করেছেন। মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন। ২০০২ সালে প্রয়াত মোহাম্মাদ হান্নান পরিচালিত ধারাবাহিক ‘ও আমার চোখ নাই’ নাটকে প্রথম অভিনয় করেন সবুজ। এছাড়া খ- ও ধারাবাহিক মিলিয়ে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে সবুজ ৫০টি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত দুটি ধারাবাহিক আরটিভি এবং মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে। কয়েকটি খ- ও ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত সবুজ নাগরিক ব্যস্ততার যুগেও বন্ধুত্বকে উপভোগ করেন। বাবা শহিদুল ইসলাম, মা হালিমা বেগমের বড় সন্তান সবুজ আজীবন নাট্যাঙ্গনে কাজ করে যেতে চান। তার জন্য শুভ কামনা।
×