ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাস পালমাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ড্র

বার্সিলোনার গোল-উৎসব, রিয়ালের হোঁচট

প্রকাশিত: ০৬:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বার্সিলোনার গোল-উৎসব, রিয়ালের হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা উভয়দলই মাঠে নেমেছিল। দিনের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের মুখোমুখি হয়েছিল কাতালান ক্লাবটি। তবে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল। মেসিবিহীন বার্সিলোনা ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পোর্টিং গিজনকে। কিন্তু কাতালান ক্লাবটির জয়ের দিনে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লাস পালমাসের বিপক্ষে এদিন তারা ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। তবে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জিনেদিন জিদানের রিয়াল। শনিবার রাতে গিজনের মাঠ স্তাদিও মিউনিসিপ্যাল এল মলিননে সফরে যায় বার্সিলোনা। ইনজুরির কারণে এই ম্যাচে দলের সঙ্গে ছিলেন না লিওনেল মেসি। তবে দলের সেরা তারকার অভাবটাকে মোটেই বুঝতে দেননি সুয়ারেজ-নেইমাররা। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এছাড়া লুইস সুয়ারেজ, রাফিনহা এবং আরদা তুরান প্রত্যেকেই একটি করে গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। স্পোর্টিং গিজনের বিপক্ষে গোল উৎসবের শুরুটা করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ম্যাচ শুরুর ২৯ মিনিটে তার গোলেই লিড নেয় বার্সা। তার গোলের মাত্র তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। কিন্তু বিরতির পর জ্বলে ওঠেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। ম্যাচের ৮১ ও ৮৮ মিনিটে নেজের জোড়া গোল পূর্ণ করেন। নেইমারের জোড়া গোলের মাঝে অর্থাৎ ৮৫ মিনিটে তুরান গোল করে দলের জয়ের ব্যবধানটাও বেড়ে যায়। দিনের অপর ম্যাচে লাস পালমাসের মাঠ স্তাদিও দি গ্রান কানারিয়ায় খেলতে যায় রিয়াল মাদ্রিদ। তবে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিনেদিন জিদানের শিষ্যদের হোঁচট খেতে হয়। এই ম্যাচে কোন ধরনের প্রভাব ফেলতে পারেননি দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের বয়স যখন ৩৩ মিনিট তখন মার্কো এ্যাসেনসিও গোল করে গ্যালাকটিকোদের এগিয়ে দেন। তবে তার পাঁচ মিনিট পরেই স্বাগতিকদের হয়ে তাউনাইসু গোল করলে সমতায় ফিরে পালমাস। এর ফলে ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুইদল। বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটে রিয়াল মাদ্রিদকে আবারও এগিয়ে দেন ফরাসী তারকা করিম বেনজেমা। কিন্তু সার্জিও আরাউজু ৮৫ মিনিটে গোল করলে শেষ পর্যন্ত ২-২ গোলের হতাশার ড্র নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। ইনজুরি সমস্যা ছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বদলি হিসেবে অন্য কারও মাঠে নামার দৃশ্য ‘বিরল’ ঘটনা! তবে লাস পালমাসের বিপক্ষে ম্যাচেই দেখা গেল তার ব্যতিক্রম ঘটনা। ম্যাচের বয়স যখন ৭২ মিনিট। রিয়াল মাদ্রিদ তখনও ২-১ গোলে এগিয়ে। ঠিক তখনই রোনালল্ডোর বদলি হিসেবে লুকাস ভাজকুয়েজকে নামিয়ে দেন জিনেদিন জিদান। পরে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আরাজুর গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে স্বাগতিক লাস পালমাস। কিন্তু রোনাল্ডো যখন মাঠ ছাড়েন তখন তার চোখে-মুখে ক্ষোভ-হতাশার ছবি ফুটে ওঠে! এমনকি সাইড লাইনে গিয়ে বসার পরও যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। তবে জিদানের দাবি, অবশ্য মাঠ থেকে তুলে নিলেও ক্ষুব্ধ হননি রোনাল্ডো। কিন্তু জিদান যতই এমনটা বলুক না কেন, ভিডিও চিত্র বলছে ভিন্ন কথা। পর্তুগীজ আইকন যখন সাইডলাইন পার হচ্ছেন জিদান হাত বাড়ানোর পর হাত মেলালেও কোচের দিকে তাকাননি সিআর সেভেন। সাইডবেঞ্চে বসার পর তার চোখেমুখে অসন্তুষ্টির প্রতিচ্ছবি ছিল স্পষ্ট। কোচের সিদ্ধান্ত যে তার পছন্দ হয়নি তা আর বোঝার বাকি ছিল না কারোরই। হাতে থাকা কিছু একটা জিনিসও ছুড়ে ফেলে নিজের ক্ষোভ ঝাড়লেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো। সিআর সেভেনকে তুলে নেওয়ার ব্যাপারে জিদানের ভাষ্য, ‘এটা এমন ছিল না যে রোনাল্ডো খারাপ খেলেছে। আমাদের মঙ্গলবার (বরুশিয়া, চ্যাম্পিয়ন্স লীগ) খেলতে হবে এবং রোনাল্ডোকে অবশ্যই কিছু সময় বিশ্রামে থাকতে হবে। এটা শুধু এর জন্যই করা হয়েছে। সে ভালই খেলেছে। মঙ্গলবারের ম্যাচ নিয়ে ভাবার জন্যই তাকে মাঠ থেকে তুলে নিয়েছি।’ এ সময় দলের সেরা তারকা রোনাল্ডোর ক্ষুব্ধ হওয়ার খবরটিও উড়িয়ে দেন ফ্রেঞ্চ কিংবদন্তি, ‘রাগ? এটা আপনাদের ব্যাখ্যা। সে সবসময়ই মাঠে থাকতে চায়। আমাদের তাকে কিছু সময় বিশ্রামও দিতে হবে এবং যেমনটা আজ করেছি। এটা কোন কিছুতে পরিবর্তন আনতে পারবে না।’ তবে লাস পালমাসের বিপক্ষে ড্র করলেও লা লিগায় ছয় ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সা। ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে এ্যাথলেটিক বিলবাও। শনিবার তারা ৩-১ গোলে হারায় সেভিয়াকে।
×