ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধিতে বস্ত্র খাতের প্রাধান্য

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

দরবৃদ্ধিতে বস্ত্র খাতের প্রাধান্য

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দরবৃদ্ধির বস্ত্র খাতের আধিপত্য রয়েছে। এই দরবৃদ্ধি তালিকার ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে বস্ত্র খাতের কোম্পানি। কিছুদিন ধরেই অব্যাহতভাবে এই খাতের প্রতি বিনিয়োগকারীরা বিমুখ ছিল। ফলে খাতটির বেশিরভাগ কোম্পানির দর লোভনীয় পর্যায়ে চলে আসায় শেয়ারের ক্রেতা বেড়েছে। ডিএসইর তথ্যানুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইভিন্স টেক্সটাইল। এই শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। শেয়ারটির সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯২৬ বারে ৩১ লাখ ১২ হাজার ৯৯২টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের ৫০ পয়সা বা ৪ দশমিক ২৭ শতাংশ দর বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৬৩ বারে ৬ লাখ ৪৩ হাজার ২৪৩টি শেয়ার লেনদেন করে। -অর্থনৈতিক রিপোর্টার
×