ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সচিবালয়ে কর সেবাকেন্দ্র

প্রকাশিত: ০৬:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

সচিবালয়ে কর সেবাকেন্দ্র

সরকারী চাকরিজীবীদের সেবা দিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে চালু হলো ‘কর তথ্য ও সেবাকেন্দ্র।’ ২০ তলা ভবনের চারতলায় অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) গত বৃহস্পতিবার এর কার্যক্রম শুরু হয়েছে। এই কেন্দ্র থেকে আয়কর রিটার্ন ফরম পূরণসহ এ-সংক্রান্ত সব ধরনের সেবা দেয়া হবে। সরকারী চাকরিজীবীদের আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে চালু করা হয় এ কেন্দ্র। আগামী ৩০ নবেম্বর পর্যন্ত এখান থেকে করযোগ্য সব সরকারী চাকরিজীবীকে সেবা দেয়া হবে। আপাতত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এটি চালু থাকবে। এনবিআর সূত্র বলেছে, পরবর্তী সময়ে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা হবে। গতকাল এই সেবাকেন্দ্র পরিদর্শন করেন আইআরডির অতিরিক্ত সচিব সুলতান উল ইসলাম চৌধুরী ও এনবিআর সদস্য (কর জরিপ ও পরিদর্শন) জিয়াউদ্দিন মাহমুদ। যারা সচিবালয়ে চাকরি করেন তারা এবং সচিবালয়ের বাইরের কর্মকর্তারাও এখান থেকে সেবা নিতে পারবেন। এ কেন্দ্রটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আয়কর অধ্যাদেশ ও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর বিবরণী জমার শর্ত শিথিল করার পরামর্শ দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘অনেকেই কর দিতে গিয়ে মনে করেন আটকে গেলাম। এ ভয়ে অনেকে কর দিতে চান না।’ অর্থমন্ত্রীর মতে, যদি ১০ শতাংশ মানুষকে করের আওতায় আনা যায়, তবে ১ কোটি ৬০ লাখ করদাতা তৈরি হবে। এটি ধীরে ধীরে সম্ভব। এজন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। সূত্র জানায়, জনপ্রশাসনে কর্মরত ১৪ লাখ চাকরিজীবীর মধ্যে আগে এক লাখের কম করের আওতায় ছিল। নতুন পে-স্কেল কার্যকর করার ফলে এখন করের আওতায় আরও অনেক লোক এসেছেন। করযোগ্য সরকারী চাকরিজীবীদের প্রকৃত রেকর্ড এনবিআরের কাছে নেই। তবে এবারের বাজেটে মূল বেতন ১৬ হাজার টাকার বেশি- এমন সরকারী চাকরিজীবীদের করের আওতায় আনার ফলে তাদের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে এনবিআরের ধারণা। অর্খনীতি ডেস্ক
×