ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

The Point দেখে রাখবে আপনার ঘরকে

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০১৬

The Point দেখে রাখবে আপনার ঘরকে

বাড়িতে তালা দিয়ে বাহিরে যাওয়া মানুষের দৈনন্দিন কাজের একটা অংশ। কিন্তু এ সময়ের মধ্যে নিশ্চিন্ত থাকা যায় না। সারাক্ষণ বাড়ির জন্য টেনশন হয়। কত কিছুই তো ঘটতে পারে। চোরের আক্রমণ, কোন কারণে গ্লাস ভেঙ্গে পড়া, শর্টসার্কিট থেকে আগুন লাগা ইত্যাদির টেনশনে আসলে বাহিরে গিয়ে নিশ্চিন্তে থাকা যায় না। আর এ সমস্যার সমাধানে এসেছে নতুন ডিভাইস ÔThe Point. The Point হচ্ছে সাধারণ একটি সেন্সর, যা জোরালো যে কোন শব্দকে চিহ্নিত করতে পারে। হতে পারে সেটা কাচ ভাঙ্গা বা দরজা খোলা বা বন্ধ হওয়ার শব্দ ইত্যাদি। যাই ঘটুক, এটি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। ঃযব ঢ়ড়রহঃ ডিভাইস। এই ডিভাইস কোম্পানির মূল হলো সুইডেনে। তবে তারা সান ফ্রান্সিস্কো কেন্দ্র করে কার্যক্রম চালাচ্ছে। এর প্রধান হলেন নীলস ম্যাটিনসন, যিনি এর আগে অঢ়ঢ়ষব কোম্পানিতে ঊীঢ়ষড়ৎধঃড়ৎু ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। ম্যটিনসন বলেন, আমরা নিজেদের জন্য এমন কিছু চেয়েছিলাম যখন আমরা বাহিরে যাই তখন আমাদের সবকিছু ঠিক আছে এই মানসিক প্রশান্তির জন্য। আমাদের কাছে শুধুমাত্র ক্যামেরা আর কমপ্লেক্স সিকিউরিটি সিস্টেম ছিল। কিন্তু আমাদের চিন্তায় ছিল যে এর থেকেও ভাল কোন পদ্ধতি অবশ্যই আছে। কোম্পানিটি জানিয়েছে, ডিভাইসটি সব রকমের শব্দ প্রসেস করে। কিন্তু কোন শব্দকেই আপলোড করে গ্রাহকের কাছে পাঠায় না। বরং কোনো রকম অনাকাক্সিক্ষত শব্দ শুনলে গ্রাহকের কাছে নোটিফিকেশন পাঠায়। এটি ওয়াইফাইের দ্বারা ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকের ঈষড়ঁফ-এ নোটিফিকেশন পাঠায়। যদিও বাজারে এমন আরও অনেক রকমের ডিভাইস ইতোমধ্যে পাওয়া যায়। কিন্তু অত্যাধিক কম মূল্যের কারণে এ ডিভাইসটি সবার নজর কাড়ে। কারণ এর মূল্য ধরা হয়েছে মাত্র ৬৯ ডলার!
×