ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাপানে টাইফুন মালাকাসের আঘাত

প্রকাশিত: ০৬:২৫, ২১ সেপ্টেম্বর ২০১৬

জাপানে টাইফুন মালাকাসের আঘাত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। এর প্রভাবে অঞ্চলটিতে ভারি বৃষ্টি হয়েছে, আকস্মিক বন্যা দেখা দিয়েছে, বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ছয় লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। মালাকাস নামের এই টাইফুন উত্তর-পূর্ব দিকে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল হয়ে টোকিওর দিকে ধেয়ে যাচ্ছে। বুধবার সকালে মালাকাস প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাবে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে মালাকাস দুর্বল হয়ে পড়বে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। চলতি বছরের শুরুর দিকে হওয়া ভূমিকম্পের ক্ষত এখনও কুমামোতোসহ পশ্চিম জাপানের ছয়টি এলাকা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। -ওয়েবসাইট ফোন করে বোমার খবর দিল নারী ॥ কলকাতা বিমানবন্দরে সতর্কতা ভারতের কলকাতায় উড্ডয়নের ঘণ্টাখানেক আগে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ‘বোমা’র খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় উন্নীত করেছে কর্তৃপক্ষ। ওই উড়োজাহাজটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গুয়াহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বোমার খবর পাওয়ার পর তা আটকে গেছে। খবর এনডিটিভির। বিমান ছাড়ার ঘণ্টাখানেক আগে অজ্ঞাত পরিচয় এক নারী ওই ফ্লাইটে বোমা থাকার কথা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানায়। ফোন পাওয়ার পরপরই উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটি বিমানবন্দরের ফাঁকা জায়গায় সরিয়ে নেয়া হয়। ওই ফ্লাইটের ১১৪ জন যাত্রীর বোর্ডিংও বন্ধ রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট উড়োজাহাজটি তল্লাশি করছে। রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল কার্যক্রমের বিষয়ে পরীক্ষাটি তাদের আরও একধাপ এগিয়ে নিল, যা বিশ্বক্ষমতাধরদের জন্য ফের উদ্বেগের। সফল পরীক্ষার পর দেশটির নেতা কি জং উন ‘যত দ্রুত সম্ভব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়ায় জন্য’ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের বলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ। আর রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার পরবর্তী দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ইঙ্গিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। গত ৯ সেপ্টেম্বর দেশটির নর্থ হ্যামগিয়ং প্রদেশের কিলজু কাউন্টি শহরের পাংগুইরি নামে স্থানে পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় দেশটি। -ওয়েবসাইট দুই মাথার বাছুর যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ক্যাম্পবেলভিলে একটি খামারে দুই মাথাবিশিষ্ট একটি বাছুর জন্মেছে এবং দিব্যি এটি বেঁচে আছে। খামারের মালিক স্ট্যান ম্যাককিউবিন বলেন, তিনি প্রথম বাছুরটিকে দেখে যমজ মনে করেছিলেন। কিন্তু তিনি দ্রুতই বুঝে ফেলেন, এটি অনেক বেশি অস্বাভাবিক। স্ত্রী বাছুরটির দুটি নাক, দুটি মুখ ও চারটি চোখ রয়েছে। তবে মাঝের দুটি চোখ অকেজো। বাছুরটি হাঁটতেও পারে।-এনডিটিভি ঘণ্টায় দুটি উইন্ড টারবাইন চীন প্রতি ঘণ্টায় দুটি উইন্ড টারবাইন নির্মাণ করছে। বায়ুশক্তি চালিত টারবাইন স্থাপনে বিশ্বের সবচেয়ে বড় কর্মসূচী এটি, যা দেশটির নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের দ্বিগুণ। আন্তর্জাতিক জ¦ালানি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে। চীনে প্রতিবছর বর্ধিত জ্বালানি চাহিদার পুরোটা বায়ুশক্তি থেকে মেটানো হচ্ছে। আইইএ জানায়, চীন বায়ুশক্তি থেকে ২০১৫ সালে ৩০ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত উৎপাদন করেছে। দেশটি সম্প্রতি জ্বালানি উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে দৃষ্টান্ত স্থাপন করেছে। - বিবিসি
×