ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোলবন্যায় জয় এ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত: ০৬:০২, ১৯ সেপ্টেম্বর ২০১৬

গোলবন্যায় জয় এ্যাটলেটিকো মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে এ্যাটলেটকো ৫-০ গোলে উড়িয়ে দেয় স্পোর্টিং গিজনকে। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন এ্যান্টোনিও গ্রিজম্যান ও ফার্নান্ডো টোরেস। লা লিগায় এ্যাটলেটিকোর এটা টানা দ্বিতীয় জয়। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তৃতীয়। নবাগত দুই দলের বিপক্ষে হোঁচট খাওয়ার ধাক্কা সামলে স্বরূপে ফিরতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে ম্যাচের দ্বিতীয় মিনিটে এ্যাটলেটিকোকে এগিয়ে নেন গ্রিজম্যান। স্বদেশী ফরোয়ার্ড গামেইরোর পাস পেয়ে ডি বক্সে বাইরে থেকে গোল করেন ফরাসী তারকা। তিন মিনিট পর গামেইরো নিজেই দৃষ্টিনন্দন শটে ব্যবধান দ্বিগুণ করেন। ৩১ মিনিটে বিদ্যুত গতির শটে স্কোরলাইন ৩-০ করেন তুখোড় ফর্মে থাকা গ্রিজম্যান। বিরতির পর ৬৯ মিনিটে গ্রিজম্যানের বদলি নামার তিন মিনিট পরিই নিজের প্রথম গোল করেন টোরেস। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন স্প্যানিশ এই তারকা। স্প্যানিশ ডিফেন্ডার মানুয়েল কাস্ট্রো আর্জেন্টিনার মিডফিল্ডার নিকোলাস গাইটানকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এ্যাটলেটিকো অবস্থান করছে তালিকার চার নম্বরে। ম্যাচ শেষে গ্রিজম্যানের উচ্ছ্বসিত প্রশংসা করেন কোচ দিয়াগো সিমিওনে। ফরাসী এই ফরোয়ার্ডের ধারাবাহিক পারফর্মেন্সে মুগ্ধ আর্জেন্টাইন এই কোচ। সিমিওনে বলেন, আমার কাছে, গত বছর গ্রিজমান ইউরোপের সেরা খেলোয়াড় ছিল। আমি যা বলছি তা নিয়ে আমার কোন সন্দেহ নেই। সে চ্যাম্পিয়ন্স লীগ আর ২০১৬ ইউরোর ফাইনালে পৌঁছেছে। অনেক গোল করেছে। লা লিগায়ও অনেক গোল করেছে। তার ধারাবাহিকতা তাকে আরও শক্তিশালী করে। আমি আশা করি, সে যেহেতু অসাধারণ ফর্মে আছে, ফিফা বর্ষসেরার দৌড়ে থাকবে। এটা ধরে রাখতে পারলে সে আরও ভাল করবে। এদিকে লেগানেসকে ৫-১ গোলে হারানোর পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সিলোনা কোচ লুইস এনরিকে। ম্যাচে ৩-৪-৩ ফর্মেশনে দলকে খেলান তিনি। এ প্রসঙ্গে এনরিকে বলেন, এই ট্যাকটিক্যাল খেলায় ঝুঁকি ছিল। কিন্তু আমরা এর মুখোমুখি হয়েছি এবং আমি গর্বিত। আমরা অনুপ্রাণিত থেকেছি। আমরা জায়গার সদ্ব্যবহার করেছি। তিনি আরও বলেন, তিন জন ডিফেন্ডার নিয়ে আপনি রক্ষণে ভুগতে পারেন। তিনজন নিয়ে তিনজনের মুখোমুখি হওয়ায় একটা ঝুঁকি ছিল। কিন্তু আমাদের স্ট্রাইকারদের নিয়ে একই ঝুঁকির মুখোমুখি হতে হয়েছে তাদের। দুই সেরা তারকা মেসি ও নেইমারকে আরও একবার প্রশংসায় ভাসিয়েছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকা লেগানেসের পারফর্মেন্সের প্রশংসা করেন। ম্যাচটির পর সুয়ারেজ বলেন, আমি বেশ অবাক হয়েছি প্রতিপক্ষের খেলোয়াড়দের পারফর্মেন্সে। তারা কিক অফের শুরু থেকেই আমাদের রুখে দেয়ার চেষ্টা করেছে। ম্যাচে আমাদের বিপক্ষে ম্যান-টু-ম্যান মার্কিং করার চেষ্টা করেছে। এটা তিন পয়েন্ট হারানোর থেকে অনেক সময় কাজে লাগে। সাবেক লিভারপুল তারকা আরও বলেন, আমরা মাঠের সবদিক থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা করেছি। মেসি-নেইমার আর আমি স্কোর করেছি। এটা ভাল দিক। তবে আমরা তিনজন যেদিক দিয়ে আক্রমণে যেতে চেয়েছি, লেগানেসের অন্তত চার খেলোয়াড় আমাদের সে পথে যেতে বাধা দিয়েছে। ফলে বাধ্য হয়ে আমাদের পুরো মাঠ দৌড়ে খেলতে হয়েছে। কিন্তু আমরা মানুষ। আমাদের শরীর পরিশ্রম করলে কিছুটা বিশ্রাম চায়। মাঠে আমি যেমন তাদের এই প্রচেষ্টায় শরীরের অবস্থা বুঝতে পারছিলাম, তেমনি অন্যরাও সেভাবে শারীরিক পরিশ্রম অনুভব করতে পেরেছিল। যেহেতু ম্যাচটি হয়েছে দুপুরে। তুখোড় ফর্মে থাকা সুয়ারেজ বলেন, আমরা ব্যবধান বাড়াতে পেরেছি এটাই সবচেয়ে বড়। দলের সবাই সহযোগিতা করেছে সেটাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেসি ও নেইমারের তুলনা হয় না। সত্যিই তারা অসাধারণ।
×