ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত সফরে ইংল্যান্ড দলে থাকছেন মরগান

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ভারত সফরে ইংল্যান্ড দলে থাকছেন মরগান

স্পোর্টস রিপোর্টার ॥ থাকছেন বললে হয়তো একটু কম বলা হবে। ইয়ন মরগানের নেতৃত্বেই ভারত সফর করবে ইংল্যান্ড ওয়ানডে দল। খোদ ইংল্যান্ড প্রধান নির্বাচক জেমস হুইটেকার যখন এমনটা চাইছেন, তখন প্রশ্নের অবকাশ কেথায়? পানি ঘোলা হয় আসলে বাংলাদেশ সফর সামনে রেখে। নিরাপত্তার অযুহাতে যেখান থেকে নিজেকে সরিয়ে নেন ইংল্যান্ড ওয়ানডে ও টি২০ অধিনায়ক। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জস বাটলার। বাংলাদেশে দুটি সিরিজ (ওয়ানডে-টেস্ট) শেষে সরসারি ভারতে উড়ে যাবে ইংলিশরা। সেখানে রঙিন পোশাকের নিয়মিত অধিনায়ককে পাবেন বলে হুইটকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন, ‘অধিনায়ক হিসেবে ইয়ন (মরগান) ভাল করছে। গত কয়েক বছর দলকে সে দারুণভাবে নেতৃত্ব দিয়ে আসছে। তার কাজ দক্ষতার সঙ্গে করছে। আমি আশা করব ভারত সফরে অধিনায়ক হিসেবেই সে আমাদের সঙ্গে যোগ দেবে।’ আর মরগানের বাংলাদেশ সফর থেকে সরে যাওয়াটাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। হুইটকার বলেন, ‘এটা কিছুটা হতাশাজনক যে সে (মরগান) এ সুযোগ ফেলে দিয়েছে। কিন্তু আমরা ভারত সফরে তাকেই অধিনায়ক হিসেবে আশা করি। একই সময়ে আমরা এ নিয়ে পুনর্বিবেচনাও করব, যা আমরা সব সিরিজ শেষে করে থাকি। অন্য খেলোয়াড়রা আসবে, পারফর্ম করবে এবং তাদের ওপর চাপ প্রয়োগ করবে। তবে আমি ভারতে তাকেই অধিনায়ক দেখতে চাই।’ ৩০ বছর বয়সী মরগানের বাংলাদেশ সফরে না আসা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইংল্যান্ড গণমাধ্যম ও দেশটির অনেক সাবেক তারকা তার কঠোর সমালোচনা করেছেন। অনেকে ধারণা করেছিলেন, তিনি হয়তো দলে জায়গা হারাবেন। তবে প্রধান নির্বাচকের মন্তব্য ইতিবাচক। এমনকি বাংলাদেশে ওয়ানডের দায়িত্ব পাওয়া বাটলারও সতীর্থর হয়ে কথা বলছেন। মরগানের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। বাটলার যেমন বলেন, ‘মরগান আমাদের অধিনায়ক। সে অধিনায়ক হিসেবেই থাকবে। এই পদে গত ১৮ মাস সে দুর্দান্ত করেছে। বাংলাদেশ সফরের ব্যাপারে মরগান হালকা করে সিদ্ধান্ত নেয়নি। শুধু মরগানের সমালোচনা করলেই হবে না। প্রত্যেকের জন্যই এটা ছিল কঠিন এক সিদ্ধান্ত।’ তিনি আরও যোগ করেন, ‘মরগান যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমাদের সম্মান করা উচিত। সে যেটা ভাল মনে করেছে তাই করেছে। সংবাদপত্রে তাকে নিয়ে কঠোর সমালোচনা চলছে। বিভিন্ন রকম তথ্য থেকে আপনাদের মধ্যে উদ্বেগ জন্মানোই স্বাভাবিক। কিন্তু আপনাকে দীর্ঘ পরিকল্পনা মাথায় রাখতে হবে। মরগানের বিষয়টি আমাদের স্বাভাবিকভাবে যুক্তিসম্মত হিসেবে নিতে সমস্যা কোথায়?’ ২০১১ থেকে ভারপ্রাপ্ত আর গতবছর বিশ্বকাপের ঠিক আগে (২০১৪) চূড়ান্তভাবে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হন মরগান। বিশ্বকাপটা মোটেই ভাল কাটেনি, গ্রুপপর্ব থেকে বাদ পড়তে হয়েছিল। তবে পরবর্তীতে রঙিন পোশাকে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। মরগানও দারুণ নেতৃত্ব দেন। চলতি বছরে তার নেতৃত্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে মাত্র একটি ওয়ানডে ম্যাচ হেরেছে তারা এবং এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে ইংলিশরা। আর তাতে ব্যাটসম্যান মরগানেরও ছিল দারুণ ভূমিকা। মাত্র ২৭ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন আয়ারল্যান্ডে জন্ম নেয়া ইংল্যান্ড অধিনায়ক। ভারত সফরে ইংলিশরা টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি২০ (১৫ জানুয়ারি - ১ ফেব্রুয়ারি ’১৭) খেলবে।
×