ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যকে রক্ষায় সশস্ত্র বাহিনী প্রস্তুত নয় ॥ সাবেক সিনিয়র কমান্ডার

প্রকাশিত: ০৪:২১, ১৮ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাজ্যকে রক্ষায় সশস্ত্র বাহিনী প্রস্তুত নয় ॥ সাবেক সিনিয়র কমান্ডার

বড় ধরনের সামরিক হামলার মুখে যুক্তরাজ্যকে রক্ষায় সশস্ত্রবাহিনী যথেষ্ট প্রস্তুত নয় বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করেছেন একজন সিনিয়র কমান্ডার। খবর বিবিসির। জয়েন্ট ফোসের্স কমান্ডের প্রধান হিসেবে জেনারেল স্যার রিচার্ড ব্যারোনস গত এপ্রিলে অবসরে যাওয়ার আগে এক স্মারকলিপিতে বলেন, অর্থ বাঁচাতে গিয়ে সক্ষমতা অর্জনের প্রধান বিষয়গুলো অগ্রাহ্য করা হয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, স্যার রিচার্ড সর্বশেষ প্রতিরক্ষা পর্যালোচনার পক্ষে কথা বলেছেন। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, তাদের হাতে ১০ পৃষ্ঠার একটি ব্যক্তিগত স্মারকলিপি রয়েছে, যেটি প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালনের কাছে পাঠানো হয়েছিল। এর আগে ২০২০-২১ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় পাঁচ শ’ কোটি পাউন্ডে নিতে সরকার সিদ্ধান্ত নেয় এবং দশকের বাকি সময়ের জন্য প্রতিরক্ষা খাতে জিডিপির দুই শতাংশ ব্যয়ের ন্যাটোর লক্ষ্যমাত্রা পূরণে সরকার প্রতিশ্রুতি দেয়। স্যার রিচার্ড সতর্ক করে বলেন, ‘সকল সশস্ত্রবাহিনীর সক্ষমতা তথা মূল ভিত্তি পরিকল্পনা করে বিনষ্ট করা হয়েছে। গুরুত্বপূণ প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতার বিষয়গুলো বারবার অগ্রাহ্য করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের আকাশসীমা, জলসীমা ও ভূখ- রক্ষার পরিকল্পনা ও প্রস্তুতি সন্ত্রাস দমনের ক্ষেত্রে সীমিত।’ ইসরাইলী সৈন্যকে ছুরিকাঘাত ফিলিস্তিনীর, গুলিতে নিহত পশ্চিম তীরের হেবরন শহরে শনিবার এক ফিলিস্তিনী নাগরিক এক ইসরাইলী সৈন্যকে ছুরিকাঘাত করেছে। হামলা চালানোর পর ইসরাইলী সৈন্যদের গুলিতে ওই ফিলিস্তিনী নিহত হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ইসরাইলীদের ওপর চারবার হামলা চালানো হলো। খবর এএফপির। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হেবরনের তেল রুমেইদা এলাকায় নিয়মমাফিক নিরাপত্তা পরীক্ষা চালানোর সময় হামলাকারী ছুরি বের করে ওই সৈন্যের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। জবাবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালালে সে নিহত হয়। শুক্রবার ইসরাইলে হামলা চালানোর সময় কথিত তিন হামলাকারী নিহত হয়েছে।
×