ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায়ী ম্যাচের অপেক্ষায় আফ্রিদি?

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বিদায়ী ম্যাচের অপেক্ষায় আফ্রিদি?

স্পোর্টস রিপোর্টার ॥ সম্মানের সঙ্গে অবসর নেয়াটাই এখন শহীদ আফ্রিদির সামনে বড় প্রশ্ন। পাকিস্তানের অনেক বড় বড় ক্রিকেটারের ভাগ্যে যা জোটেনি সেটি কি পাবেন আফ্রিদি? সাবেক এই অধিনায়কও তার সম্ভাব্য অবসরের ইঙ্গিত দিয়েছেন। ইতোমধ্যে একটি প্রস্তাব পেয়েছেন এবং সেটি নিয়ে সিরিয়াসলি ভাবছেন আফ্রিদি। টি২০ বিশ্বকাপের পর অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু দল বাজে পারফর্মেন্স করায় তা হয়নি। নেতৃত্ব ছাড়লেও তিনি জানিয়েছিলেন আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন। কিন্তু সেই সুযোগটা আর আসছে না। ইংল্যান্ডের পর আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের দলেও তাকে ডাকা হয়নি। এখন শোনা যাচ্ছে, সম্মানজনক একটি বিদায়ের জন্য পাকিস্তানের নির্বাচকদের শরণাপন্ন হয়েছেন এই তারকা অলরাউন্ডার। ‘বোর্ডের ওপর কোন চাপ দেইনি আমি। আমার ওপরও তারা চাপ দেয়নি। যা হবে তা ভালর জন্য।’ বলেন তিনি। আফ্রিদি স্থানীয় মিডিয়ার কাছে জানিয়েছেন, প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের সঙ্গে আলাপ হয়েছে। তার ‘ইনজি ভাই’ নাকি তাকে একটি প্রস্তাব দিয়ে ভাবতে বলেছেন। আফ্রিদি সেই পরিকল্পনার কথা খোলাখুলি জানাননি। তবে বলেছেন, ‘দেখেছি পাকিস্তানে খেলোয়াড়দের সম্মানের সঙ্গে বিদায় নেয়ার রীতি নেই। অনেক বড় নামের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে। প্রত্যেক খেলোয়াড় মাথা উঁচু করে চলে যেতে চায়। আমিও ব্যতিক্রম নই।’ এই মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে সরফরাজ আহামেদের নেতৃত্বে পাকিস্তান তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে। দুবাইয়ে প্রথম ম্যাচ ২৩ তারিখ। টেস্ট আর ওয়ানডে থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। জানা গেছে, আফ্রিদি মাঠ থেকে বিদায় নিতে চান বলে এই সিরিজে পাকিস্তান দলের ১৬তম সদস্য হতে পারেন। খবরটি সত্য হলে, এর মাধ্যমে ‘বুমবুম’ হিসেবে খ্যাত আফ্রিদির ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে। ৩৬ বছর বয়সী আফ্রিদি এর আগেই টেস্ট এবং ওয়ানডে (গত বিশ্বকাপ খেলে) থেকে অবসর নিয়েছেন। আর টি২০ বিশ্বকাপের পর টি২০ অধিনায়কত্বও ছেড়েছেন।
×