ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উয়েফা ইউরোপা লীগ, টানা পরাজয়ের রেকর্ডে যুক্ত মরিনহোর নাম

হারে শুরু ম্যানইউ ও ইন্টারের

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৬

হারে শুরু ম্যানইউ ও ইন্টারের

স্পোর্টস রিপোর্টার ॥ বেহাল দশা কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্যর্থতার মধ্যে থাকা দলটি এবারের মৌসুমে খেলতে পারছে না ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে সেরা তিনে থাকতে ব্যর্থ হওয়ায় তাদের খেলতে হচ্ছে দ্বিতীয় সারির আসর উয়েফা ইউরোপা লীগে। সেখানেও হার দিয়ে মিশন শুরু হয়েছে রেড ডেভিলসদের। বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের প্রথম দিনে ‘এ’ গ্রুপের ম্যাচে হল্যান্ডের ক্লাব ফেয়েনর্ডের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানইউ। হার দিয়ে মিশন শুরু হয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানেরও। ‘কে’ গ্রুপের ম্যাচে ইসরাইলের ক্লাব হ্যাপোয়েল শেভার কাছে ২-০ গোলে হারে ইন্টার। তবে জয় পেয়েছে অন্য ফেবারিট দলগুলো। ‘এল’ গ্রুপে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ২-১ গোলে সুইজারল্যান্ডের জুরিখকে, ‘কে’ গ্রুপে ইংলিশ ক্লাব সাউদাম্পটন ৩-০ গোলে চেক প্রজাতন্ত্রের স্পার্টা প্রাগুকে, ‘আই’ গ্রুপে জার্মানির শালকে জিরো ফোর ১-০ গোলে ফ্রান্সের নাইসকে, ‘এইচ’ গ্রুপের ইউক্রেনের শাখতার ডোনেস্ক ১-০ গোলে পরাজিত করে তুরস্কের কনইয়াসপরকে। ‘ই’ গ্রুপে ইতালির এ এস রোমা ১-১ গোলে ড্র করে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেনের সঙ্গে। গত কয়েক মৌসুম ধরেই সাফল্যের জন্য সংগ্রাম করছে ম্যানইউ। তবে চলতি নতুন মৌসুমে পুরনো সাফল্য ফিরিয়ে আনতে ক্লাবটি খলনলচে পাল্টে ফেলেছে। রেড ডেভিলস শিবিরে যুক্ত হয়েছে নতুন কোচ স্পেশাল ওয়ান জোশে মরিনহো। রেকর্ড গড়ে দলে আনা হয়েছে পল পোগবাকে। এসেছেন ইউরোপের প্রায় সব লীগ জয় করা জ¬াতান ইব্রাহিমোভিচ। সব মিলিয়ে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ভিন্ন আদলে গড়া এক দল। অথচ এমন দলই কি না ইউরোপা লীগ শুরু করল হার দিয়ে। প্রতিপক্ষও আহামরি নয়, ডাচ্ ক্লাব ফেয়েনর্ড। তারকা সমৃদ্ধ দল নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হার। ঠিক মানতে পারছে না দলটির অগণিত ভক্ত-সমর্থকরা। এমন হারে একটা লজ্জার রেকর্ডও গড়ে ফেলেছে রেড ডেভিলসরা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে এটি ইউনাইটেডের টানা চতুর্থ হার। এমনটি আগে কখনও হয়নি। ডাচ্ ক্লাবটির মাঠে স্বরূপে ছিল না ম্যানইউ। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে টনি ভিলেনার গোলে এগিয়ে যায় স্বাগতিক ফেয়েনর্ড। তবে এই গোল অফসাইডের কারণে বাতিলও হতে পারত। গোলে শট নেয়ার আগে ভিলেনা ক্রসটি পেয়েছিলেন সতীর্থ নিকোলাই জার্গেনসনের কাছ থেকে, যিনি ছিলেন অফসাইড। ম্যানইউ দুষতে পারে নিজেদেরও। তাদের খেলায়ও যে ঠিক ইউনাইটেডসুলভ প্রত্যয় ছিল না। কোচ মরিনহো অবশ্য দলটাও নামিয়েছিলেন প্রায় নতুন। গত শনিবার ম্যানচেস্টার ডার্বিতে ম্যানসিটির কাছে হেরে যাওয়া ম্যাচের দলে বদল এনেছেন ৮টি। রেখে দিয়েছেন শুধু গোলরক্ষক ডেভিড ডি গিয়া, ডিফেন্ডার এরিক বাইয়ি ও মিডফিল্ডার পোগবাকে। ইপিএলে টানা তিন জয়ের পর হার। গত ছয়দিনে মোট দুটি হার। ম্যানইউ কোচ মরিনহো অবশ্য খুব বেশি চিন্তিত নন। ম্যাচ শেষে মরিনহো বলেন, কমিউনিটি শিল্ড জেতার পর যখন টানা তিন ম্যাচে জিতেছি, তখন আমি উচ্ছ্বাসে ভেসে যায়নি। আমি বলিনি আমাদের দল ফেনোমেনাল, বা আমরা সব প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেব। তবে সত্যি বলতে, হেরে যাওয়া এই দুই ম্যাচে আমরা খুব একটা ভালও খেলিনি। পোগবাকে দল বদলের ইতিহাসের রেকর্ড গড়ে দলে এনেছে ম্যানইউ। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারছেন না ফরাসী মিডফিল্ডার। তবে এখনই হতাশ নন মরিনহো। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি কোন একক খেলোয়াড়ের সমালোচনা করতে চাই না। ও (পোগবা) পুরো দলের মতোই খেলেছে। আশা করি দ্রুতই সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে ডাচ্ ক্লাবটি ভাসছে উচ্ছ্বাস আর আনন্দে। তবে ম্যানইউকে হারিয়েও তারা তৃপ্তির ঢেঁকুর তুলছে না। বড় সাফল্যের জন্য ধারাবাহিকতার বিকল্প নেই বলে জানিয়েছেন দলটির কোচ।
×