ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদ ম্যাগাজিন ‘পাঁচফোড়ন’

প্রকাশিত: ০৪:১৫, ১১ সেপ্টেম্বর ২০১৬

ঈদ ম্যাগাজিন ‘পাঁচফোড়ন’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ঈদ-উল-আযহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮-৫০ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে শ্যালিকা ও দুলাভাইয়ের বিদেশ ফেরত বন্ধুর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। আর এসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিকভাবে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। যা সমসাময়িক এবং বক্তব্যধর্মী। পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। বিভিন্ন মাধ্যমের তারকা শিল্পীরা উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এবারের পাঁচফোড়নে বিদেশ ফেরত বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা অপূর্ব এবং শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সারিকা। এবারের পাঁচফোড়নে গান থাকছে তিনটি। একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী ও দিনাত জাহান মুন্নি। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন রবি চৌধুরী এবং সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। এস আই টুটুল গেয়েছেন একটি ভিন্ন স্বাদের গান। একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে চমৎকার কোরিওগ্রাফি করে গানটিতে অংশ নিয়েছেন এস আই টুটুল। আর একটি গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পূজা ও ‘ইত্যাদি’ খ্যাত শিল্পী প্রতীক হাসান। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতীক হাসান নিজেই। ঢাকা ও ঢাকার আশেপাশে গানটির চিত্রায়ন করা হয়েছে। এছাড়াও থাকছে সোহেল ও শখের পরিবেশনায় একটি নৃত্য। সোহেল ও শখের সঙ্গে এই নৃত্যে অংশগ্রহণ করেছে একদল নৃত্যশিল্পী। গরুর ইন্স্যুরেন্স ও গরুর শৃঙ্খলাবোধ ও সময়ানুবর্তিতা নিয়ে রয়েছে দুটি ভিন্নধর্মী রিপোর্টিং। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ থাকে। এবারও কোরবানি ঈদ ও অন্যান্য বিষয়ের ওপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন-কে এস ফিরোজ, মাসুম আজিজ, জিয়াউল হাসান কিসলু, সোলায়মান খোকা, আবদুল আজিজ, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, বিণয় ভদ্র, তোহা, জাহিদ চৌধুরী, জামিল, রতন খান, মুকুল সিরাজ, নিসা, সুজাত শিমুল, আনোয়ার শাহী, নজরুল ইসলাম, মতিউর রহমান, ফরিদ আহমেদসহ আরও অনেকে।
×