ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুটান বাধা পেরুতে না পারলে...

প্রকাশিত: ০৪:২৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

ভুটান বাধা পেরুতে না পারলে...

স্পোর্টস রিপোর্টার ॥ এতদিন শোনা গিয়েছিল- এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে উঠতে না পারলে আগামী তিন বছর এএফসি আয়োজিত কোন আসরে খেলতে পারবে না বাংলাদেশ। এ সংবাদের আপডেট হলো- মূলপর্বে না গেলেও আন্তর্জাতিক পর্যায়ে আরও কিছু ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ ফুটবল দল। তা হলো এএফসি সলিডরিটি কাপ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের ইভেন্টটিতে প্লে অফের হেরে যাওয়া দলগুলো খেলবে। এরই মধ্যে ড্র হয়ে গেছে। আগামী ২ নবেম্বর মালয়েশিয়ায় এই আসর শুরু হবে। বাছাইপর্ব নিশ্চিত করাই বাংলাদেশের মূল লক্ষ্য। এ জন্য আগামী ১০ অক্টোবর থিম্পুতে গিয়ে এ্যাওয়ে ম্যাচে পেরুতে হবে ভুটান বাধা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত গত ৬ সেপ্টেম্বর প্লে অফের প্রথম ম্যাচে (হোম ম্যাচ) ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের কাছে হেরে গেলেও সলিডারিটি কাপে অংশ নেবে না ভুটান। দলের সংখ্যা হবে আট। বাংলাদেশ হারলে সেটি দাঁড়াবে ৯-এ। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপে নেপাল, পাকিস্তান, ব্রুনাই, চাইনিজ তাইপে অথবা তিমুর লেসতের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে মালদ্বীপ বা লাওস, শ্রীলঙ্কা, ম্যাকাও ও মঙ্গোলিয়ার সঙ্গী হবে।
×