ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিনেশ মাহাতো

স্বস্তিকা যখন ‘বিবি’

প্রকাশিত: ০৬:৫৯, ৮ সেপ্টেম্বর ২০১৬

স্বস্তিকা যখন ‘বিবি’

‘সাহেব বিবি গোলাম’ নিয়ে টালিউডের দর্শকদের মাঝে ফিরলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেন্সর বোর্ডের চোখরাঙানি সামলে গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে পরিচালক প্রতিম ডি গুপ্তর ‘সাহেব বিবি গোলাম’। এই ছবিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন ঋতিক চক্রবর্তী, পার্নো মিত্র, বিক্রম চট্টোপাধ্যায়। মুক্তির পর দর্শকদের তুমুল ভালবাসা পাচ্ছেন এই ছবির কলাকুশলীরা। ইতিমধ্যেই অনেক দর্শক বলা শুরু করেছেন এই ছবিতে স্বস্তিকা অসাধারণ অভিনয় করেছেন। অন্যসব চরিত্রের মধ্যে সাবলীল ছিলেন ‘বিবি’ অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবিটিতে সেন্সর ‘বিবি’র গায়েই কাঁচি চালাতে চেয়েছিলেন ‘নৈতিক’ কারণে। এই ছবিতে এক অসুখী গৃহবধূর দেহব্যবসায় জড়িয়ে পড়ার সিকোয়েন্স আছে। তাতে নারী জাতির অবমাননা হয়েছে বলে মনে করছেন অনেকে। স্বস্তিকার শুধু ‘বিবি’ নয় গত পাঁচ বছরে তার যত ছবি মুক্তি পেয়েছে মুক্তির আগে প্রায় সব ছবি নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি ছিল। তার ছবি নিয়ে কেন এমন হয় এর জবাবে তিনি বলেছিলেন আমি (স্বস্তিকা) হয়ত সেই ধরনের ছবি করি যেখানে খুব প্রকটভাবে সমাজের দিকে আঙুল তোলা হয়। সেটাতে সেন্সর বোর্ডের সমস্যা হয়। টালিউডের অন্য যে কোন নায়িকার চেয়ে স্বস্তিকাকে অনেক খোলামেলা দেখে অভ্যস্ত দর্শক। ‘বিবি’তেও তার ব্যতিক্রম নয়। স্বস্তিকার নিজের জীবনটাও সিনেমার মতোই নানা ঘটনায় ভরা। ১৯৯৮ সালে ১৮ বছর বয়সে শিল্পী সাগর সেনের পুত্র পারমিত সেনকে বিয়ে করেন। তাদের দম্পতি জীবন পৃথক হওয়ার আগে মাত্র দুই বছর স্থায়ী ছিল। ইতিহাসে স্নাতক স্বস্তিকা ২০০৩ সালে চলচ্চিত্রে আসেন উর্মী চক্রবর্তীর পরিচালনায় হেমন্তের পাখি নামক ছবির মাধ্যমে। পর্যায়ক্রমে স্বস্তিকা অনেক ছবিতেই অভিনয় করেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো মাস্তান, তবু ভালবাসি, মুম্বাই কাটিং (হিন্দী) , আসবো আর একদিন, শেষের কবিতা, মিসর রহস্য, জাতিস্বর অন্যতম।
×