ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭০ কোটি ডলার

প্রকাশিত: ০৫:৫৬, ৮ সেপ্টেম্বর ২০১৬

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭০ কোটি ডলার

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৭০ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরে থাইল্যান্ড থেকে আমদানি করে ৭৪ কোটি ১০ লাখ ডলার। এর বিপরীতে মাত্র ৩ কোটি ৯০ লাখ ডলার বাংলাদেশী পণ্য থাইল্যান্ডে রফতানি হয়েছে। চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশে থাইল্যান্ড বিনিয়োগের জন্য বাজার পর্যবেক্ষণ শীর্ষক দ্বিপাক্ষিক আলোচনা সভায় এ চিত্র তুলে ধরেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সভায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় থাইল্যান্ডের ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির বিনিয়োগ বোর্ডের উপ-মহাসচিব চোকেডি কায়োসাং। মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামে তিনটি নতুন অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে আট হাজার একর জমি ও আনোয়ারায় কর্ণফুলী নদীরপাড়ে এক হাজার একর জায়গায় ইকোনমিক জোন হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×