ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসির ৮৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৬

এএফসির ৮৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনুমোদনের শর্ত পূরণে গত ছয় বছরে (২০১১ সাল থেকে বর্তমান) সাতটি কোম্পানিকে শেয়ারবাজারে এনেছে এএফসি ক্যাপিটাল। যার মধ্যে ৮৬ শতাংশ কোম্পানির শেয়ার দর ইস্যু মূল্যের ওপরে অবস্থান করছে। তবে কমে গেছে ৬৭ শতাংশ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। এএফসি ক্যাপিটালের বাজারে আনা সাত কোম্পানির মধ্যে চারটি অভিহিত মূল্যে (প্রিমিয়াম ছাড়া) ও আর বাকিগুলো প্রিমিয়ামসহ এসেছে। এর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, তুং হাই নিটিং, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, সিএ্যান্ডএ টেক্সটাইল অভিহিত মূল্যে (প্রিমিয়াম ছাড়া) ইস্যু করা হয়েছে। এছাড়া প্রিমিয়ামসহ গ্লোবাল হেভি কেমিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, শাশা ডেনিমস বাজারে এসেছে। এই সাত কোম্পানি শেয়ারবাজার থেকে ৩৬৫ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। শেয়ারবাজারে আসার পরে সবচেয়ে বেশি দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৩০ শতাংশ। এছাড়া মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ৯০ শতাংশ, গ্লোবাল হেভি কেমক্যিালসের ৮২ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২০ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৫ শতাংশ ও শাশা ডেনিমসের ০.৮৬ শতাংশ দর বেড়েছে। বাকি সিএ্যান্ডএ টেক্সটাইলের ২১ শতাংশ শেয়ার দর কমেছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বের সঙ্গে তুলনা করে ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন পাওয়া গেছে। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ বাদে বাকি ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন এরই মধ্যে প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ৬ কোম্পানির মধ্যে ৪টি বা ৬৭ শতাংশ কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে। তালিকাভুক্তির পরে সবচেয়ে বেশি ইপিএস কমেছে সিএ্যান্ডএ টেক্সটাইলের। কোম্পানিটির ৫৫ শতাংশ ইপিএস কমেছে। এছাড়া গ্লোবাল হেভি কেমিক্যালসের ৪২ শতাংশ, তুং হাই নিটিংয়ের ১২ শতাংশ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১০ শতাংশ ইপিএস কমেছে।
×