ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইরিশদের বিপক্ষে পরাজয়ে শুরু জাহানারাদের

প্রকাশিত: ০৭:০১, ৬ সেপ্টেম্বর ২০১৬

আইরিশদের বিপক্ষে পরাজয়ে শুরু জাহানারাদের

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড সফরের শুরুতেই পরাজয় দেখেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সোমবার সফরের প্রথম ম্যাচ ছিল দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথমটি। ব্রিডি ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত বৃষ্টিবিঘিœত সে ম্যাচে ৬ রানে হেরেছে জাহানারা আলমের দল। বৃষ্টির কারণে ১০ ওভারে নির্ধারিত ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ৫৪ রান তোলে আয়ারল্যান্ড মহিলা দল। জবাবে ৬ উইকেটে ৪৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় টি২০ অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় সময় মতো মাঠেই নামতে পারেনি দু’দল। এমনকি টসটাও হয়নি সময় মতো। পরে খেলা শুরু হলেও ১০ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য। টস জিতে আগে স্বাগতিক আইরিশ মেয়েদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়ে শুরু থেকেই চেপে বসেছিলেন। তবে ওপেনার ক্লেয়ার শিলিংটন একপ্রান্ত আগলে রাখেন। তিনি ১৮ বলে ৪ চারে ২৬ রান করেন। আর এতেই একটি চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় আইরিশরা। আর কোন আইরিশ ব্যাটার দুই অঙ্কের কোটায় পৌঁছুতে পারেননি বাংলাদেশী মেয়েদের দাপটে। স্পিনার খাদিজাতুল কুবরা ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের মেয়েরা। দলীয় ৭ রানেই ফিরে যান ওপেনার লতা ম-ল (০)। আয়েশা রহমান শুকতারাও (৮) বেশিক্ষণ থাকতে পারেননি। শুরুর এই ধাক্কা সামলে বাংলাদেশের আর কোন ব্যাটার ভাল একটি ইনিংস খেলতে পারেননি। শুধু ফারাজানা হক পিংকি একা লড়ে গেছেন। তিনি ২৪ বলে ২৪ রান করেন। তবে কোন বাউন্ডারি হাঁকাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রানের, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু টানা তিন উইকেট হারায় বাংলাদেশ। রান আসে মাত্র ৩! শেষ ভরসা ফারজানাও বিদায় নেন। ৬ উইকেটে ৪৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। ৬ রানের হারে আইরিশ মেয়েরা দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। জুনিয়র দাবায় ফাহাদ চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় জুনিয়র (অনুর্ধ ২০) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে এবং ৪৩.৫ বুশলজ টাইব্রেকিং স্কোর নিয়ে মাহিন্দ্রা কমভিবারের ফিদেমাস্টার ফাহাদ রহমান চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে পাবনার ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম। অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ ঢাকার স্বর্ণাভো চৌধুরীকে এবং সিয়াম ঢাকার আবদুল্লা আল রাইসনকে হারায়। জয়পুরহাটের আবু জাফর সিদ্দিক তৃতীয় হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক।
×