ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্থিক খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৬

আর্থিক খাতের প্রতি বিনিয়োগকারীদের  আগ্রহ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে তলানিতে পড়ে থাকা ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। দিনটিতে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দরবৃদ্ধির তালিকায় আধিপত্য বিস্তার করেছে আর্থিক খাতের কোম্পানি। দিনটিতে দরবৃদ্ধির তালিকার ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে আর্থিক খাতের কোম্পানি। ডিএসই’র তথ্য অনুযায়ী, ফ্যাস ফিন্যাস রবিবার এই তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটির দর ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৯টাকা দরে। এদিন কোম্পানিটি ৪৩৭ বারে ১১ লাখ ৯৯ হাজার ৯৯টি শেয়ার লেনদেন করে। দরবৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে থাকা ইসলামিক ফিন্যান্সের ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ২৭ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৪০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ১ হাজার ২৬১ বারে ৪৩ লাখ ৪৫ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন করে। এই তালিকার পঞ্চম স্থানে থাকা বিডি ফিন্যান্সের ৮০ পয়সা বা ৬ দশমিক ৫৬ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা দরে।
×