ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়বেই ॥ রূপালী ব্যাংক এমডি

প্রকাশিত: ০৪:১০, ৪ সেপ্টেম্বর ২০১৬

ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়বেই ॥ রূপালী ব্যাংক এমডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়তেই হবে। আজ না হয় কাল অথবা কয়েকদিন পরে। এমন কোন নজির নেই যে, অনিয়ম করে ধরা পড়েনি। কাজেই অনিয়ম করলে যেখানে ধরা পড়ব, সেখানে জেনে শুনে কেন অনিয়ম করব। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আতাউর রহমান প্রধান ব্যাংকের বিভিন্ন পর্যায়ের অফিসারদের উদ্দেশে এসব কথা বলেন। গত বৃহস্পতিবার মতিঝিলের রূপালী ব্যাংকের ট্রেনিং একাডেমির মিলনায়তনে দু’দিনব্যাপী ট্রেনিং ওয়ার্কশপের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রূপালী ব্যাংকের দক্ষ মানবসম্পদ রয়েছে। এ মানব সম্পদের যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংককে অনেক এগিয়ে নেয়া যাবে। রূপালী ব্যাংকের সকল কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আর সে অনুযায়ী কাজ করতে হলে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সকলকে ব্যাংকের সঠিক অবস্থান জানতে হবে। কোনভাবেই ভুল তথ্য উপস্থাপন করা যাবে না। কোন সহকর্মী যাতে প্রলোভনের কারণে দুষ্কর্ম না করে সে বিষয়ও সতর্ক দৃষ্টি দিতে হবে। কুষ্টিয়া চিনিকলের ৮৫টি ইউনিটে আখ রোপণ কার্যক্রম শুরু নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়া চিনিকলের আওতাধীন ৮৫টি ইউনিটে একযোগে আখ বীজ স্থাপনের মাধ্যমে ২০১৬-১৭ আখ রোপণ মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি কুষ্টিয়ার জগতি চিনিকল সংলগ্ন এলাকায় চাষী সমাবেশে কৃষক আব্দুর রাজ্জাকের এক একর জমিতে বীজ স্থাপনের মাধ্যমে আখ মৌসুমের উদ্বোধন করা হয়। আগামী ৪৫ দিনের মধ্যে স্থাপনকৃত বীজ স্থানান্তর ও জমিতে রোপণ উপযোগী হবে। অনুষ্ঠানে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) বজলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
×