ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেধাবী আসমা কিডনির জটিল রোগে ভুগছে, চিকিৎসায় সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৪৫, ৩ সেপ্টেম্বর ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী আসমা আক্তারের (১৭) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে কিডনির জটিল সমস্যায় ভুগছে। তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। অন্য কিডনিও নষ্ট হওয়ার পথে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু আসমার পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রাজধানীর মধুবাগ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন আসমার পিতা আহাম্মদ বাদল। আর্থিক অবস্থা ভাল নয়। আসমার মা আছিয়া বেগম অনেক আগেই মারা গেছেন। বর্তমানে টাকার অভাবে আসমার চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, আসমা আক্তারের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পিতা আহাম্মদ বাদল। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে - ০১৯৮৫৯০৭৬৮৪। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে এস এ বাদল, উত্তরা ব্যাংক লি., মালিবাগ চৌধুরীপাড়া শাখা, রামপুরা , ঢাকা, হিসাব নং ১১১ ০০ ১২০০৫৫। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×