ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশীদের নাগরিকত্ব সুবিধা চালু করল ভারত

প্রকাশিত: ০৪:২০, ২ সেপ্টেম্বর ২০১৬

বিদেশীদের নাগরিকত্ব সুবিধা চালু করল ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগ বাড়াতে সিঙ্গাপুর-আমেরিকার ধাঁচে বিদেশীদের নাগরিকত্বের সুবিধা চালু করেছে ভারত। দেশটির কোন খাতে ১০ কোটি রুপী বিনিয়োগ করলেই ১০ বছর স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ-সুবিধা পাবেন বিদেশী বিনিয়োগকারীরা। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্মসংস্থানের লক্ষ্যে ও বিদেশী বিনিয়োগ বাড়াতে এমন বিশেষ প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে নিরাপত্তার খাতিরে পাকিস্তানী বা চীনা নাগরিকরা এ নতুন নিয়মের সুযোগ পাবেন না। বিনিয়োগের পরিমাণ ১০ কোটি বা তার বেশি হলে ১০ বছরের জন্য ভারতের স্থায়ী বাসিন্দার মতোই সব রকম সুযোগ-সুবিধা ভোগ করবেন বিনিয়োগকারী। কোন বিদেশী নাগরিকের ভারতে বিনিয়োগ একটি নির্দিষ্ট সীমা ছাড়ালে তাকে ২০ বছর পর্যন্ত আবাসিকের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচীকে বিদেশীদের সামনে আরও আকর্ষণীয় করে তুলতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিনিয়োগের পরিমাণও নির্দিষ্ট করে দিয়েছে মোদি সরকার। সেক্ষেত্রে ১৮ মাসের মধ্যে ১০ কোটি টাকা মূলধন বিনিয়োগ করলে সংশ্লিষ্ট বিদেশী নাগরিক ১০ বছরের জন্য আবাসিকের পারমিট পাবেন। বিকল্প হিসেবে তিন বছর ধরে অন্তত ২৫ কোটি টাকা এ দেশে বিনিয়োগ করলেও মিলবে একই স্বীকৃতি। এছাড়াও প্রতি অর্থবছরে কমপক্ষে ২০ জন ভারতীয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বিনিয়োগকারীকে। এ প্রকল্প অনুমোদনের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী বড় অঙ্কের পুঁজি ঢাললে ২০ বছর পর্যন্ত ভারতে বসবাসের সুবিধা মিলবে বিদেশী নাগরিকদের।
×