ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও টেস্টের বিশ্বসেরা স্টেইন

প্রকাশিত: ০৪:০৮, ২ সেপ্টেম্বর ২০১৬

আবারও টেস্টের বিশ্বসেরা স্টেইন

স্পোর্টস রিপোর্টার ॥ শীর্ষস্থান হারিয়ে ফেলেছিলেন। মাঝে ফর্মটাও ভাল যাচ্ছিল না ডেল স্টেইনের। ধারাবাহিকভাবে দারুণ নৈপুণ্য দেখিয়ে ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসন হয়েছিলেন বিশ্বের এক নম্বর। কিন্তু ঘরের মাটিতে জ্বলে উঠলেন স্টেইন। আবারও আগুন ঝরালেন ‘স্টেইন গান’ নাম পাওয়া এ দক্ষিণ আফ্রিকান পেসার। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯৯ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছেন। তাই আবারও আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন স্টেইন। অনেক দিন পর সেঞ্চুরিয়নে পুরনো সেই বিধ্বংসী রূপে দেখা গেল স্টেইনকে। মাঝে তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আবার নিজেকে ফিরে পেলেন স্টেইন। দ্বিতীয় টেস্টে তার বোলিংয়েই ২০৪ রানের বড় জয় পায় প্রোটিয়া শিবির। ম্যাচে ৯৯ রান দিয়ে ৮ উইকেট নিয়ে তিন ম্যাচসেরা হন। ৮৭৮ রেটিং নিয়ে স্টেইন এখন আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে। এ্যান্ডারসন ৮৭০ রেটিং নিয়ে নেমে গেছেন দুই নম্বরে। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৮৫৯ পয়েন্ট নিয়ে আছেন তিনে। স্টুয়ার্ট ব্রড চার ও শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ পাঁচে অবস্থান করছেন। ২০১৫ সালের ডিসেম্বরে সর্বশেষ এক নম্বরে ছিলেন স্টেইন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ডারবান টেস্টে কাঁধের ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ফেরার পর সঠিক ছন্দে ফিরতে পারেননি তিনি। অবশেষে হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন স্টেইন। আজ আসছে ভুটান ফুটবল দল স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফ-২’ পর্বে আগামী ৬ সেপ্টেম্বর নিজেদের মাটিতে ভুটানকে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ লক্ষে শুক্রবার বাংলাদেশে আসছে ভুটান জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে সকাল ৮টায় ভুটান দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভুটান দল প্রথমবারের মতো অনুশীলনে ঘাম ঝরাবে। পরের দিন এবং ৫ সেপ্টেম্বর ম্যাচের আগের দিনও একই ভেন্যুতে একই সময়েও তারা অনুশীলন করবে।
×