ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় ওজনিয়াকি-কেভিতোভার

প্রকাশিত: ০৪:০৭, ২ সেপ্টেম্বর ২০১৬

জয় ওজনিয়াকি-কেভিতোভার

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকি, বেলিন্ডা বেনচিচ, রবার্তা ভিঞ্চি, ডোমিনিকা সিবুলকোভা এবং পেত্রা কেভিতোভা। দারুণ জয়েই মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করেন তারা। গত বছর ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন রবার্তা ভিঞ্চি। কিন্তু স্বদেশী ফ্লাভিয়া পেনেত্তার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে হাল ছাড়েননি ইতালিয়ান টেনিসের এই প্রতিভাবান তারকা। এবারও দুর্দান্ত শুরু করেছেন টুর্নামেন্টের সপ্তম বাছাই ভিঞ্চি। বুধবার দ্বিতীয় পর্বে তিনি ৬-১ এবং ৬-৩ সেটে ক্রিস্টিনা ম্যাকহেলকে পরাজিত করেন। সহজ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করে খুবই আনন্দিত এই ইতালিয়ান। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। টেনিস কোর্টের সময়টা একেবারেই বাজে কাটছে তার। ২০১৫ সালের আগস্ট নিউ হ্যাভেনে সর্বশেষ শিরোপা জিতেছিলেন তিনি। এরপর থেকে আর কোন শিরোপা জয়ের স্বাদ পাননি চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। চোট আর ফর্মহীনতার বিপক্ষে লড়াই করতে হয়েছে তাকে। গত মৌসুমটা বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে থেকে শেষ করেছেন তিনি। বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের ষোলো নাম্বারে অবস্থান করছেন কেভিতোভা। নিজের প্রিয় টুর্নামেন্ট উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েন তিনি। রিও অলিম্পিকেও নিজেকে মেলে ধরতে পারেননি ২৬ বছরের এই তারকা। এরপর ডান পায়ের ইনজুরির কারণে সিনসিনাত্তি মাস্টার্স থেকে তো নিজের নামই প্রত্যাহার করে নেন কেভিতোভা। এরপর গত সপ্তাহে নিউ হ্যাভেনের সেমিফাইনালে জায়গা করে নিয়ে বছরের প্রথম শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিউ হ্যাভেনের শিরোপা ধরে রাখতে পারেননি তিনি। তবে ইউএস ওপেনে টানা দ্বিতীয় ম্যাচে জিতে কিছুটা স্বস্তিতে রয়েছেন কেভিতোভা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি ৭-৬ এবং ৬-৩ সেটে হারান তুরস্কের কাগলা বুয়ুকাকসিকে। ইউএস ওপেনের প্রথম সপ্তাহে নিজের পারফর্মেন্সে তৃপ্ত কেভিতোভা। দ্বিতীয় সপ্তাহটা ভালভাবে কাটানোর স্বপ্ন দেখছেন তিনি। এ প্রসঙ্গে চেকপ্রজাতন্ত্রের এই টেনিস তারকা বলেন, ‘আমার খেলা প্রতি ম্যাচই খুব কঠিন। তবে এখানে যদি দ্বিতীয় সপ্তাহটাও ভাল খেলতে পারি তাতেই আমি অনেক সুখী।’ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করার ক্ষেত্রে পেত্রা কেভিতোভার সামনে এখন বড় বাধা ইউক্রেনের এলিনা ভিতোলিনা। ইউএস ওপেনের ২২তম বাছাই হিসেবে খেলতে নামা ভিতলিনা তার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-১, ৪-৬ এবং ৬-৩ সেটে হারান দক্ষিণ আফ্রিকার লরেন ডেভিসকে। এদিকে জয় পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি এবং ডোমিনিকা সিবুলকোভাও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু এখন পর্যন্ত গ্র্যান্ডসøামটাই জেতা হয়নি তার। তারপর হাল ছাড়েননি ড্যানিশ এই টেনিস তারকা। টেনিস কোর্টে নিয়মিতই লড়াই করছেন তিনি। ইউএস ওপেনে এবার টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে দারুণ ফুরফুরে। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি ৬-৪ ও ৬-৪ সেটে হারান রাশিয়ার সভেতলানা কুজনেতসোভাকে। আর সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা কঠিন লড়াই জিতে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের টিকেট কাটেন। এদিন তিনি ৬-৭ (৫/৭), ৬-২ এবং ৬-২ সেটে রাশিয়ার ইজেনিয়া রোদিনাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের বাধা পার হন। তার চোখে মুখে প্রত্যয় এখন পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি সময়টাতেও ধরে রাখা। দিনের অন্য ম্যাচগুলোতে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ৬-৩ ও ৬-২ সেটে হারান জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচকে। আর রোমানিয়ার মনিকা নিকুলেস্কো ৬-০ এবং ৬-১ সেটে তারই স্বদেশী এ্যানা বোগদানকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন।
×