ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের গোলা ও বোমা বর্ষণে নিহত ৪০

সর্বাত্মক যুদ্ধে তুর্কি ও কুর্দিরা

প্রকাশিত: ০৪:২২, ৩০ আগস্ট ২০১৬

সর্বাত্মক যুদ্ধে তুর্কি ও কুর্দিরা

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাশ্চাত্যের দু‘মিত্র তুরস্ক ও কুর্দিরা সর্বাত্মক যুদ্ধের লিপ্ত হতে চলেছে। রবিবার তুর্কি সেনাবাহিনী ও তাদের মিত্ররা সিরিয়ার আরও অভ্যন্তরে ঢুকে কুর্দিপন্থী বাহিনী নিয়ন্ত্রিত কিছু ভূখ- দখল করেছে। সীমান্ত পেরিয়ে পঞ্চম দিনের মতো চালানো তুর্কি সেনাবাহিনীর এ অভিযান ছিল নজিরবিহীন। উত্তর সিরিয়ায় কুর্দিপন্থী বাহিনীর দখলে থাকা দুটি গ্রাম জেব আল কুসা ও আল আমারনেহ গ্রামে তুর্কিদের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। ব্রিটেনভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানায়। এটিই তুর্কি অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোক নিহত হওয়ার প্রথম খবর। কিন্তু মার্কিন সমর্থনপুষ্ট আঙ্কারা নিহত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত কুর্দি মিলিশিয়া দলের ‘সন্ত্রাসী’ বলে দাবি করে। তুরস্ক জানায়, এর অভিযানে ২৫ কুর্দি সন্ত্রাসী মারা গেছে। খবর টেলিগ্রাফ, এএফপি ও ইয়াহু নিউজের। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মিত্র জারাবুলাস মিলিটারি কাউন্সিল বলেছে, এসব হামলা উত্তেজনা নজিরবিহীন ও বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি করারই শামিল। তুরস্কের অপারেশন ইউফ্রেটিস শিল্ড নামের ঐ অভিযানের সময় কুর্দি যোদ্ধাদের হাতে এক তুর্কি সৈন্য নিহত এবং তিনজন আহত হয়। এটিই তুর্কি পক্ষে প্রথম হতাহতের ঘটনা। আঙ্কারা গত সপ্তাহে সীমান্ত শহর জারাবুলাস থেকে ইসলামিক স্টেট যোদ্ধাদের হটানোর জন্য সিরীয় বিদ্রোহীদের সাহায্য করতে সীমান্তের সিরীয় অংশে ট্যাংক বহর পাঠায়। এটি ছিল সিরীয় যুদ্ধে তুরস্কের নাটকীয় মাত্রায় জড়িত হওয়ার ঘটনা। যখন অভিযান দক্ষিণ দিকে বিস্তৃত হয়, তখন তা এসডিএফের প্রতিরোধের মুখে পড়ে। ফলে প্রচ- সংঘর্ষ বেঁধে যায়। তুর্কি কর্মকর্তারা প্রকাশ্যে বলেন, কুর্দি বাহিনী যাতে তুর্কি সীমান্ত সংলগ্ন তাদের নিয়ন্ত্রণাধীন ভূখ-ের সম্প্রসারণ ঘটাতে না পারে তা নিশ্চিত করা তাদের লক্ষ্য, ঠিক যেমন আইএস জিহাদীদের এদের আস্তানা থেকে বিতাড়িত করাও তাদের লক্ষ্য। তুরস্কের সঙ্গে সহযোগিতা করে যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এক পেশাদার সেনাবাহিনীকে পাশে পাওয়ার আশা করেছিল। কিন্তু আঙ্কারা এখনও পর্যন্ত কুর্দি বাহিনীকে দমন করার দিকেই বেশি মনোযোগ দিয়েছে। কুর্দিরাও আমেরিকার বিশ্বস্ত মিত্র। কুর্দি ও তুর্কিদের মধ্যকার লড়াই ওয়াশিংটনের জন্য গভীর উদ্বেগের কারণ হবে এবং তা এখন কোন পক্ষ নিতে ওয়াশিংটনকে বাধ্য করতে পারে। তুরস্ক সিরিয়ার কতদূর অভ্যন্তরে অভিযান চালাবে সেই প্রশ্নে অস্পষ্টতা বজায় রেখেছে। কিন্তু জারাবুলাসের অভ্যন্তরস্থ সিরীয় বিদ্রোহীদের এক ব্যাটেলিয়নের কমান্ডার সাইফ আবু বকর টেলিগ্রাফকে বলেন, তুর্কিরা মানবিজ দখল এবং সীমান্ত থেকে ৫০ মাইল দক্ষিণে আল-বার শহরে না পৌঁছা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। মানবিজ অভিমুখে যে কোন অভিযান বিতর্কের জন্ম দেবে। এসডিএফ চলতি মাসের প্রথম দিকে আইএসের কাছ থেকে শহরটি মুক্ত করেছিল, কিন্তু তুরস্ককে খুশি করতে এখন যুক্তরাষ্ট্র শহরটি ত্যাগ করতে এসডিএফকে নির্দেশ দিয়েছে। অরাজকতাপূর্ণ গৃহযুদ্ধের সুযোগ নিয়ে সিরীয় কুর্দিরা তাদের ভূখ- সুসংহত করছে। এ ভূখ- উত্তর সিরিয়ায় একদিন তাদের এক স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হবে বলে তারা আশা করছে। সাম্প্রতিক মাসগুলোতে এসডিএফের অংশ হিসেবে লড়াইরত কুর্দি ওয়াইপিজি বাহিনী আইএসের কাছ থেকে বড় এলাকা দখল করে নেয়। তাদের ভূখন্ড সম্প্রসারণ আঙ্কারায় উদ্বেগের সঞ্চার করে। ওরাইপিজি দক্ষিণ তুরস্কে বিদ্রোহী হিসেবে লড়াইরত জঙ্গী কুর্দি দলগুলোর সঙ্গে সংযুক্ত বলে তুরস্ক মনে করে। ওয়াইপিজির সাফল্য তুরস্কে বিচ্ছিন্নতাবাদী অনুভূতির বিস্তার ঘটাবে বলে তুরস্ক উদ্বিগ্ন। অপারেশন ইউফ্রেটিস শিল্ড সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি ভূখ-কে বিভক্ত করবে এবং সিরিয়ার কুর্দিদের তাদের ফেডারেল রাষ্ট্র গঠন করা থেকে বিরত রাখবে। ওয়াশিংটনের দৃশ্যত পক্ষ বদলের ফলে কোন কোন সিরীয় কুর্দি তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মনে করছে।
×