ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংক অনেক বিপদে আছে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৩, ২৯ আগস্ট ২০১৬

বেসিক ব্যাংক অনেক বিপদে আছে ॥ অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সোনালী ব্যাংকের টাকা নিয়ে বহু অনিয়ম হয়েছে। এখন বেসিক ব্যাংক অনেক বিপদে আছে। তাদের সংস্কার প্রয়োজন। আর এটা হচ্ছে। রবিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এটা আমি বার বার বলছি। এখনও বলছি, যারা এসব দুষ্কর্মের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে আর এটা হচ্ছে তাদের প্রভাব-প্রতিপত্তি নির্বিশেষে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক আর যাই হোক। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, আপনারা হলেন দেশের অর্থনীতির রেগুলেটরি বডি। আপনাদের মর্যাদা অনেক উপরে। সংসদ আপনাদের ওপর আইন ও ক্ষমতা দিয়েছে। তার মনিটরিং করতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×